অনুশীলনে চহাল। ছবি টুইটার
সব ঠিকঠাক থাকলে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে শততম আইপিএল ম্যাচ খেলতে নামবেন যুজবেন্দ্র চহাল। তার আগে আবেগপ্রবণ হয়ে পড়লেন এই স্পিনার। আরসিবি-র পোস্ট করা ভিডিয়োয় সেই আবেগ উঠে এসেছে।
২০১১-এ মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে কিনলেও তিন বছরে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন। ২০১৪-এ আরসিবি-তে আসার পর নিয়মিত দেখা যায় তাঁকে। সেই চহাল বলেছেন, “২০১৪-এ মুম্বই থেকে এখানে যোগ দিয়েছিলাম। তখন একবারও ভাবিনি আরসিবি-র হয়ে ১০০ ম্যাচ খেলার সুযোগ পাব। খুব আবেগপ্রবণ একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি।”
২০১৪-এ প্রথম বার খেলার সুযোগ পাওয়ার জন্য চহাল ধন্যবাদ জানিয়েছেন তৎকালীন আরসিবি-র স্পিনার ড্যানিয়েল ভেত্তোরিকে। পাশাপাশি ভিডিয়োয় সমর্থকদের উদ্দেশে বলেছেন, “আমি আরসিবি-র হয়ে শততম ম্যাচ খেলতে নামছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। কখনও ভাবিনি একটা দলের হয়েই ১০০ ম্যাচ খেলবে। তাই এই দিনে এসে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি।”
RCB Insider with Mr. Nags ft. Yuzvendra Chahal
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 14, 2021
As Yuzi gets ready to play his 100th T20 for RCB, Mr. Nags catches up with him at the gym and the banter will leave you laughing out loud. Here’s the latest from @myntra presents RCB Insider.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/JntAexPiby
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy