Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
KKR

IPL 2021: কোহলীদের বিরুদ্ধে অভিষেক, মর্গ্যানের দলের বেঙ্কটেশ আইয়ারকে চিনে নিন

সোমবারই নিজের ক্রিকেটজীবনে আইপিএল-এর প্রথম ম্যাচ খেললেন বেঙ্কটেশ। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন মধ্য প্রদেশের হয়ে।

বেঙ্কটেশ আইয়ার।

বেঙ্কটেশ আইয়ার। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:০৯
Share: Save:

সোমবার আরসিবি-র বিরুদ্ধে কেকেআর-এর দলের তালিকা দেখে অনেকেই চমকে গিয়েছেন। দলে জায়গা পেয়েছেন বেঙ্কটেশ আইয়ার। ক্রিকেটপ্রেমী জনতার বেশিরভাগই এই ক্রিকেটারের নাম শোনেননি। অনেকের মনেই তাই প্রশ্ন, কে এই বেঙ্কটেশ?

বস্তুত, সোমবারই নিজের ক্রিকেটজীবনে আইপিএল-এর প্রথম ম্যাচ খেললেন বেঙ্কটেশ। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন মধ্য প্রদেশের হয়ে। ২০১৫ সালে রেলওয়েজের বিরুদ্ধে তাঁর টি-টোয়েন্টিতে অভিষেক হয়। সে বছরেরই শেষের দিকে লিস্ট এ (ঘরোয়া একদিনের ক্রিকেট) ক্রিকেটেও অভিষেক। ২০১৮ সালে প্রথম বার মধ্য প্রদেশের হয়ে রঞ্জিতে খেলার সুযোগ পান। সেটাই তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক।

এ বারের আইপিএল-এর আগে হওয়া নিলামে তাঁকে ২০ লক্ষ টাকায় কেনে কেকেআর। তিনি আদতে ব্যাটিং অলরাউন্ডার। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৭২৪ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন ২১টি উইকেট। বছরের শুরুর দিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত খেলেন। সেই পারফরম্যান্সই তাঁকে আইপিএল-এর লোভনীয় চুক্তি এনে দিতে সাহায্য করেছে।

অন্য বিষয়গুলি:

KKR Venkatesh Iyer Eoin Morgan Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy