সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি
ঘরোয়া ক্রিকেটারদের মুখে হাসি এনে তাঁদের ম্যাচ ফি বাড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পাশাপাশি, ২০১৯-২০ মরসুমে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের ৫০ শতাংশ ম্যাচ ফি ভাতা দেওয়া হবে। বোর্ডের এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশি ক্রিকেটাররা।
আগে ঘরোয়া ক্রিকেটাররা প্রথম একাদশে থাকলে ম্যাচ ফি হিসেবে প্রতিদিন পেতেন ৩৫ হাজার টাকা। রিজার্ভে থাকলে ১৭,৫০০ টাকা পেতেন। নতুন ঘোষণা অনুসারে, যাঁরা ২০ বা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তাঁরা দৈনিক ৪০ হাজার টাকা পাবেন। যাঁরা ২১-৪০টি ম্যাচ খেলেছেন, তাঁরা ৫০ হাজার টাকা করে পাবেন। যাঁরা ৪০টির বেশি ম্যাচ খেলেছেন, তাঁরা প্রথম একাদশে থাকলে দৈনিক ৬০ হাজার টাকা করে পাবেন। রিজার্ভে থাকলে প্রতি ক্ষেত্রেই দৈনিক ম্যাচ ফি-র পরিমাণ অর্ধেক হবে।
অনূর্ধ্ব-২৩ ক্রিকেটাররা এতদিন দৈনিক ১৭,৫০০ টাকা করে পেতেন। এ বার থেকে তাঁরা দৈনিক ২৫ হাজার টাকা করে পাবেন। অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেটাররা যথাক্রমে ২০ হাজার এবং ৭ হাজার টাকা করে পাবেন।
I am pleased to announce the hike in match fee for domestic cricketers.
— Jay Shah (@JayShah) September 20, 2021
Seniors – INR 60,000 (above 40 matches).
Under 23- INR 25,000
Under 19 – INR 20,000#BCCIApexCouncil
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy