Advertisement
০৮ নভেম্বর ২০২৪
virat kohli

‘নতুন’ আরসিবি নিয়ে কী বার্তা দিলেন বিরাট কোহালি? দেখুন ভিডিয়ো

এছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন সচিন বেবি, রজত পতিদার, কোনা ভরত, মহম্মদ আজহার উদ্দিনের মত ক্রিকেটার।

নতুন দল নিয়ে এবার খরা কাটাতে আশাবাদী কোহালি।

নতুন দল নিয়ে এবার খরা কাটাতে আশাবাদী কোহালি। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৪
Share: Save:

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক সাফল্য পেলেও অধিনায়ক হিসেবে আইপিএল জয় এখনও অধরা। যদিও বিরাট কোহালি মনে করেন তাঁর ‘নতুন’ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল আসন্ন আইপিএল জেতার ক্ষমতা রাখে। এই বিষয়ে শনিবার টুইটারে বক্তব্য রেখেছেন ভারত অধিনায়ক।

গত ১৮ ফেব্রুয়ারির নিলামে নিউজিল্যান্ডের জোরে বোলার কাইল জেমিসনকে ১৫ কোটি টাকা দিয়ে নিয়েছে আরসিবি। শুধু তাই নয়। বিস্ফোরক ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকেও ১৪.২৫ টাকায় কিনেছে তাঁর ফ্রাঞ্চাইজি। এর পাশাপাশি জোরে বোলিংয়ে আরও গভীরতা আনার জন্য অজি পেসার ড্যানিয়েল ক্রিস্টিয়ানকেও তুলে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

এছাড়া ভারতীয়দের মধ্যে রয়েছেন সচিন বেবি, রজত পতিদার, কোনা ভরত, মহম্মদ আজহার উদ্দিনের মত ক্রিকেটার। ফলে নতুন ভাবে দল গড়ে স্বভাবতই বেশ খুশি আরসিবি অধিনায়ক। যাদের মধ্যে কেরলের বিস্ময় বালক আজহারকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহল বেশ উচ্ছস্বিত। চলতি বছর সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ৫৪ বলে ১৩৭ রান করে সবাইকে চমকে দিয়েছেন এই ডানহাতি উইকেটকিপার।

তাই বিরাট বলছেন, “নিলাম মঞ্চে আমাদের দল বেশ ভাল পারফরম্যান্স করেছে। এবার মাঠে নেমে ভাল খেলতে হবে। দলে যে শক্তি ও ব্যালান্স দরকার ছিল সেটা এবার পাওয়া গিয়েছে।” গত মরসুমে অনেক কাঠখড় পুড়িয়ে প্লে-অফে গিয়েছিল তাঁর দল। যদিও কোহালি মনে করেন দলের পারফরম্যান্স যথেষ্ট ভাল ছিল। বিরাট আরও বলেন, “গতবার আমরা ভাল খেলেছিলাম। তবে আরও ভাল করতে হবে। আশাকরি নতুন মরসুমে নতুন আরসিবি দেখা যাবে। আমরা আরও কয়েক ধাপ এগিয়ে যেতে পারব।”

আইপিএল জয় এখনও অধরা। তবে এতে তাঁর দলের সমর্থনে বিন্দুমাত্র va পড়েনি। সেটাও জানেন ‘কিং কোহালি’। তাই আরসিবি-র সমর্থকদের চাঙ্গা করতে অধিনায়ক শেষে জুড়ে দিলেন, “আমিও আপনাদের মতই আইপিএলের জন্য মুখিয়ে আছি। আপ্নারাই দেশের সেরা ক্রিকেট সমর্থক। তাই সবসময় আমাদের পাশে থাকবেন। মাঠে দেখা হবে।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE