শুধু মাঠে নয়, মাঠের বাইরের যুদ্ধেও করোনাকে হারাতে চান বিরাট। ফাইল চিত্র
গোটা দেশ জুড়ে ইতিমধ্যেই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। তাই ফের এক বার কোভিডের বিরুদ্ধে লড়াই জেতার জন্য বার্তা দিলেন বিরাট কোহলী। নয়াদিল্লিতে করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। তাই দিল্লি পুলিশের মাধ্যমে আসমুদ্র হিমাচলের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দিলেন ‘কিং কোহলী’।
সেখানে তিনি বলেছেন, ‘বন্ধুরা আপনারা জানেন করোনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে পরিস্থিতি বেশ কঠিন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ জরুরি কাজের জন্য ঘর থেকে বার হলে অবশ্যই মাস্ক পরুন। সামাজিক দুরত্ব অবশ্যই পালন করুন। আর সবচেয়ে বড় কথা হল বার বার স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে নেবেন। আমাদের সবার পরিবারের জন্য এগুলো পালন করা খুবই জরুরি। করোনার বিরুদ্ধে ফের এক বার জয় পেতে হলে প্রশাসনের কথা মেনে চলা দরকার। কারণ আমরা সুরক্ষিত থাকলে গোটা দেশ সুরক্ষিত থাকবে। জয় হিন্দ’।
আগামী ২২ এপ্রিল রাজস্থান রয়্যালস ও ২৫ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই জন্য দল নিয়ে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন কোহলী। মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতিও ভাল নয়। তাই শুধু দিল্লির জন্য নয়, এই ভিডিয়োর মাধ্যমে গোটা দেশকে বার্তা দিলেন তিনি।
VIRAT KOHLI @imVkohli TeamIndia Captain appeals to citizens to observe #covid protocol & #lockdown to fight the current wave. Wear mask, keep social distance & hand hygiene. Cooperate with #DelhiPolice & behave responsibly, he says, for victory over corona as #IndiaFightsBack pic.twitter.com/iyApPR3EOg
— #DilKiPolice Delhi Police (@DelhiPolice) April 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy