হাসপাতালে নটরাজন টুইটার
অবশেষে হাঁটুর অস্ত্রোপচার হল টি নটরাজনের। হাঁটুতে চোট থাকার কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন সানরাইজার্স হায়দরাবাদের এই জোরে বোলার। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার কারণে হাঁটুর চিকিৎসা করাতে পারছিলেন না নটরাজন। তাই তাঁকে বলয়ের বাইরে নিয়ে এসে চিকিৎসা করাতে হয়। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হয়।
মঙ্গলবার অস্ত্রোপচারের পর ছবি টুইট করেন নটরাজন। তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ সকল ডাক্তার, সেবিকাদের কাছে। আমি কৃতজ্ঞতা জানাই বিসিসিআইকে ও যাঁরা এতদিন আমার সুস্থতা কামনা করেছেন তাঁদের’। টুইটারে এই ছবি প্রকাশ করার পর থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন নটরাজন।
আইপিএল-এ দুটো ম্যাচ খেলে চোটের জন্য ছিটকে যান নটরাজন। তবে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে তাঁকে সম্পূর্ণ সুস্থ হতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছে বিসিসিআই। সেখানে রিহ্যাব করে নিজেকে সুস্থ করে তুলবেন এই জোরে বোলার।
Today, I underwent knee surgery- and am grateful for the expertise, attention and kindness of the medical team, surgeons, doctors, nurses and staff. I’m grateful to @bcci and to all that have wished well for me. pic.twitter.com/Z6pmqzfaFj
— Natarajan (@Natarajan_91) April 27, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy