Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Varun Chakravarthy

Narine-Varun: শিক্ষক নারাইন মুগ্ধ ছাত্র বরুণে 

নারাইনের পাশাপাশি নজর কেড়েছে রাহুল ত্রিপাঠীর ৪২ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংসও।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ০৫:৫৯
Share: Save:

নিজেকে নিয়ে বলছেন, অ্যাকশন বদলেই সফল হচ্ছেন! বৃহস্পতিবার আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা সুনীল নারাইন তারই সঙ্গে এ-ও জানাতে ভুলছেন না, সতীর্থ স্পিনার সি ভি বরুণের বোলিং দেখে তিনিও মুগ্ধ।

বরুণের প্রশংসায় পঞ্চমুখ নারাইনকে বলতে শোনা গেল, ‘‘ছেলেটা এত তাড়াতাড়ি সবকিছু শিখে নেয় যে বলার নয়। কখনও কিছু বুঝিয়ে দিলে তা ধরে ফেলতে একটুও সময় নেয় না। অনেক দূর যাবে বরুণ।’’ যোগ করেন, ‘‘ও এমন একজন ক্রিকেটার, যে খেলার খুঁটিনাটি সবকিছু বুঝে নেওয়াটা পছন্দ করে। একইসঙ্গে যেন আগেই জেনে নিতে চায়, ম্যাচে কী কী ঘটতে পারে।’’

ক্যারিবিয়ান নির্বাচকেরা এ বার নারাইনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখেননি। যা নিয়ে ক্রিকেট মহলে যথেষ্ট বিস্ময় রয়েছে। সবচেয়ে মূল্যবান রোহিত শর্মার উইকেটটি তুলে নেন তিনি। নারাইন বলেছেন, ‘‘যে কোনও ধরনের ক্রিকেটেই রোহিতকে আউট করাটা খুবই আনন্দ দেয়। কে না জানে, মুম্বইয়ের ও-ই আসল লোক।’’ সঙ্গে নিজের বোলিং বিশ্লেষণ করে মন্তব্য, ‘‘মনে রাখবেন, ক্রিকেটটা আমি মন দিয়েই খেলি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং দ্য হান্ড্রেড ক্রিকেট নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। এখন শুধু মনে হচ্ছে, প্রত্যেকটি ম্যাচেই যেন নিজের বোলিং আরও ভাল হচ্ছে। দ্রুত উন্নতিও করছি।’’ যোগ করেছেন, ‘‘নিজের বোলিং অ্যাকশন বদলাতে হয়েছে। নতুন ভাবে মানিয়ে নিতে সময় লেগেছে। তবে সুফলও পাচ্ছি।’’

নারাইনের পাশাপাশি নজর কেড়েছে রাহুল ত্রিপাঠীর ৪২ বলে ৭৪ রানের অসাধারণ ইনিংসও। রাহুল নিজে বেশি খুশি ম্যাচে শেষপর্যন্ত অপরাজিত থাকতে পেরে, ‘‘সত্যিই ব্যাটিং দারুণ উপভোগ করলাম। দল জিতেছে আর আমি অপরাজিত ছিলাম, সেটাও কম আনন্দের নয়।’’

কেকেআর শিবির টানা দুই ম্যাচ জিতে যখন উল্লাসে মাতোয়ারা, কপালে চিন্তার ভাঁজ রোহিত শর্মার। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক মানছেন, উইকেট ভালই ছিল। কিন্তু তিনি ও কুইন্টন ডি’কক শুরুটা যে রকম বিধ্বংসী মেজাজে করেছিলেন, সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়েছে তাঁর দল। বলেছেন, ‘‘আমরা শুরুটা বেশ ভালই করেছিলাম। কিন্তু তার পরে সেই ছন্দ আর ধরে রাখা যায়নি। পিচ ভালই ছিল। আমরা ভাল বলও করিনি কেকেআরের বিরুদ্ধে।’’

এ দিকে, হার্দিক পাণ্ড্যকে খেলানো নিয়ে তাড়াহুড়ো করতে চায় না মুম্বই ইন্ডিয়ান্স। বোলিং কোচ শেন বন্ড বলেছেন, ‘‘হার্দিক খেলার মতো জায়গায় চলে এসেছে। তবে ভারতীয় দলে ওর প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে খেলানোর কথা ভাবা হবে।’’

অন্য বিষয়গুলি:

Varun Chakravarthy Sunil Narine KKR IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy