এবি ডিভিলিয়ার্সকে ওপেনার হিসেবে দেখতে চান সুনীল গাওস্কর। ছবি - টুইটার
চলতি আইপিএল-এ এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং বিস্ফোরণ দেখে তাঁকে ওপেন করার পরামর্শ দিলেন সুনীল গাওস্কর। গত আইপিএল-এর পর ব্যাট-বল থেকে লম্বা বিরতি নিলেও দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারকে দেখে সেটা একেবারেই বোঝার উপায় নেই। বরং বেশির ভাগ ম্যাচেই বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মিডল অর্ডারকে ভরসা দিচ্ছেন।
তাই সানি বললেন, “ওর ব্যাটিং দেখা চোখের শান্তি। ক্রিজে এসে যেন ব্যাট দিয়ে জাদু করে। ডিভিলিয়ার্সের অদ্ভুত শটগুলো সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বাধ্য।”
এরপরেই গাওস্কর বলেন, “ওর মতো ব্যাটসম্যানকে ৪ কিংবা ৫ নম্বরে নয়, বরং শুরুতেই পাঠিয়ে দেওয়া উচিত। কোনও ম্যাচে যদি ২০ ওভার খেলে দেয় তাহলে বিপক্ষের কেমন অবস্থা হবে সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। তাই আমি ওকে ওপেন করতে দেখতে চাই।”
‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র একাধিক শটে মজেছেন সানি। এ বার বিরাট কোহলী ভবিষ্যতে ডিভিলিয়ার্সকে শুরুতে পাঠিয়ে দেন কিনা সেটাই দেখার। চলতি প্রতিযোগিতায় ৬ ম্যাচে ৬৮ গড় নিয়ে ইতিমধ্যেই ২০৪ রান করে ফেলেছেন তিনি। ১৭৪.৩৫ স্ট্রাইকরেট নিয়ে দুটো অর্ধ শতরান করে ফেলেছেন ডিভিলিয়ার্স।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy