আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু মাঠে নেই শাহরুখ খান। মন্নতে নিজের বাড়িতে ‘বাদশা’। ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে জেল হেফাজতে। এখনও জামিন পাননি আরিয়ান। এমন অবস্থায় দল ফাইনালে উঠলেও আনন্দ করার অবস্থায় নেই শাহরুখ।
‘পাঠান’ ছবির শ্যুটিং বন্ধ। পরিচালক আতলি-র ছবিতেও অভিনয় করার কথা ছিল শাহরুখের। সে সবই এখন বন্ধ। নেটমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন ‘বলিউড বাদশা’। এমন অবস্থায় শাহরুখের পুরনো একটি টুইট ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এই বছর ৩১ মার্চ শাহরুখকে টুইটে একজন প্রশ্ন করেছিলেন, ‘কেকেআর এ বার ট্রফি জিততে পারবে?’ উত্তরে মজা করে শাহরুখ লেখেন, ‘আশা করি। তা হলেই আমি কফি খাওয়া শুরু করব।’
I hope so. I want to start drinking coffee in that only! https://t.co/s9UvyY2QdV
— Shah Rukh Khan (@iamsrk) March 31, 2021
সাত বছর পর আইপিএল ফাইনালে কলকাতা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুক্রবার খেলতে নামবে কেকেআর। দুবাইতে ফাইনাল ম্যাচ যখন চলবে, শাহরুখ তখন মুম্বইতে। আরিয়ানের মাদক কাণ্ডের মামলার পরবর্তী শুনানি বুধবার। সেই দিন অবধি জেলেই থাকতে হবে আরিয়ানকে। তত দিন অবধি চিন্তায় থাকবেন শাহরুখও।