গত আইপিএলে রাজস্থান রয়্যালসে খেললেও প্রভাব ফেলতে পারেননি। ১২ ম্যাচে মাত্র ১৯৬ রান করেছিলেন এই ডানহাতি ওপেনার। তবুও তাঁকে এ বার দলে নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আর তাই পুরনো বন্ধুর চেন্নাই সুপার কিংসে ফিরেই মাহিকে ধন্যবাদ জানালেন রবিন উথাপ্পা। একই সঙ্গে ‘হলুদ বাহিনী’র সমর্থকদের কাছ থেকেও সমর্থন চাইলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন।
চেন্নাই সুপার কিংসের তরফ থেকে টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে উথাপ্পা বলছেন, “ধোনি আমার অনেক পুরনো বন্ধু। ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানানোর আগে ওর সঙ্গে একবার খেলতে চেয়েছিলাম। সেই স্বপ্ন পুরণ হচ্ছে। এছাড়া সুরেশ রায়না ও অম্বাতি রায়াডু আমার সাথে খেলা শুরু করেছিল। ওদের সাথেও অনেকদিন পরে আবার দেখা হবে। আর আমাদের হয়ে গলা ফাটানোর জন্য মুখিয়ে আছেন একাধিক সমর্থক। তাই সবার সাথে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি।”
Robbie in #Yellove for the first time! Whistle Poda ready ah, all of you?! #WhistlePodu @robbieuthappa 💛🦁 pic.twitter.com/v0GO2oRrJF
— Chennai Super Kings (@ChennaiIPL) February 21, 2021