সোমবারের ম্যাচে ১ ওভারই বল করেন পরাগ। ছবি: টুইটার থেকে
কাঁধের নিচ থেকে বল করা যায় না ক্রিকেটে। রিয়ান পরাগ কি সেটাই করলেন পঞ্জাব কিংসের বিরুদ্ধে? সোমবার পরাগের বলের পর মাঠের আম্পায়ারকে দেখা যায় তাঁর সঙ্গে কথা বলতে। মনে করা হয়েছিল পরাগকে বোধ হয় সতর্ক করলে তিনি। তবে রিপ্লেতে দেখা যায় পরাগের বোলিংয়ে কোনও ভুল নেই।
ম্যাচ চলাকালীন হর্ষ ভোগলে বলেন, “কতটা বৈধ পরাগের এই বল? কাঁধের নিচ থেকে আর বল করা যায় না, সেটা বোধ হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ভাল জানে।” ক্রিকেটের নিয়ম মেনেই বল করেছেন অসমের এই ক্রিকেটার। তবে মাইকেল স্লেটার মনে করেন একটুর জন্য বেঁচে গিয়েছেন পরাগ। ক্রিস গেলের বিরুদ্ধে সেই বলে উইকেট না পেলেও দুটো বল পরেই ‘ইউনিভার্স বস’-এর উইকেট পান তিনি।
সোমবারের ম্যাচে ১ ওভারই বল করেন পরাগ। ৭ রান দিয়ে গেলের উইকেট পান তিনি। ব্যাট হাতে ১১ বলে ২৫ রান করেন পরাগ। ৩টি ছয় মারেন তিনি।
Talk about a low tactic - The almost underarm - I like this from Riyan Parag. #bowlersfightback #IPL2021 pic.twitter.com/KzNMyDXoVf
— simon hughes (@theanalyst) April 12, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy