১০০ ম্যাচ জিতল কলকাতা। ছবি আইপিএল
সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে আইপিএলের শুরুটা ভাল ভাবেই করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী অইন মর্গ্যানের দল। রবিবার তাঁদের জয় এসেছে বেশ কিছু কারণে:
প্রথমত, দ্বিতীয় উইকেটে নীতীশ রানা এবং রাহুল ত্রিপাঠির জুটি। সাধারণত তিন নম্বরে নামা নীতীশকে ওপেনিংয়ে পাঠানোটা ফাটকা ছিল, যা কাজে লেগে গিয়েছে। শুভমন গিলকে কম রানে হারালেও চাপে পড়েননি নীতীশ। রাহুলকে নিয়ে আক্রমণ করেছেন হায়দরাবাদকে। দু’জনে মিলে ১০ ওভারেরও কমে ৯০ রান তুলে দেন। ওখানেই জয়ের ভিত তৈরি হয়ে যায়।
দ্বিতীয়ত, দীনেশ কার্তিক। অধিনায়কত্ব থেকে মুক্তি যেন তাঁকে খোলা মনে খেলতে সাহায্য করছে। দ্বিতীয় উইকেটে যতই রান উঠুক, জয়ের ব্যবধান থেকে পরিষ্কার, ছয়ে নেমে কার্তিকের ৯ বলে ২২ অনেক দামী ছিল।
তৃতীয়ত, গত বার তাঁর দাম নিয়ে সমালোচনা হয়েছিল। প্যাট কামিন্স সমালোচনাকে উড়িয়ে দিলেন প্রথম ম্যাচে। তৃতীয় উইকেটে কলকাতার গ্রাস থেকে ম্যাচ কার্যত কেড়ে নিয়েছিলেন মণীশ পান্ডে এবং জনি বেয়ারস্টো। মোক্ষম সময়ে বেয়ারস্টোকে তুলে নেন কামিন্স। ম্যাচও ঢলে পড়ে কলকাতার দিকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy