ফাইল চিত্র।
নিজের অবদান ৫ রান। দল শেষ ৯২ রানে। শেষ পর্যন্ত ১০ ওভার বাকি থাকতে ৯ উইকেটে হার। আইপিএল-এর দ্বিতীয় পর্বে খেলতে নেমে চরম বিপর্যয়ের পরেও কিন্তু উৎফুল্ল বিরাট কোহলী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছেন বিপক্ষেরই বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্সের এই লেগ স্পিনার ৪ ওভার বল করে ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচের সেরা বরুণের কাছেই আত্মসমর্পণ করেছেন কোহলীরা। সেই বরুণই হাসি ফোটাচ্ছেন কোহলীর মুখে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বরুণ রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে। তাঁর জন্যই বিশ্বকাপ নিয়ে বাড়তি আশাবাদী কোহলী। বলেন, ‘‘বরুণ দারুণ বল করল। ভারতের হয়ে যখন ও খেলবে, বিরাট ভূমিকা নেবে। খুব শিঘ্রই ও দেশের হয়ে খেলবে। এটা খুব ভাল লক্ষণ।’’
দলের বড় হার নিয়েও খুব একটা চিন্তিত নন কোহলী। এই মরসুমেই আইপিএল-এ শেষ বার অধিনায়কত্ব করতে নামা কোহলীর বক্তব্য, ‘‘এই হার আমাদের চোখ খুলে দেবে। দ্বিতীয় পর্বের শুরুতেই এটা হয়ে যাওয়ায় ভাল হল। বুঝতে পারলাম কোথায় কোথায় ভুল হয়েছে। দু’-একটা ম্যাচে তো হার হতেই পারে। এটা খেলার অঙ্গ।’’
পাশাপাশি সতর্কও থাকছেন তিনি। বলেন, ‘‘আমাদের পেশাদার মানসিকতা নিয়ে খেলতে হবে। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে হবে। পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। হয়ত মানিয়ে নিতে একটা ম্যাচ লাগল। আশা করি, মানিয়ে নিতে দুটো ম্যাচ লাগবে না।’’
এই ম্যাচে কোথায় ভুল হয়েছে, সেটিও বুঝতে পেরেছেন কোহলী। বলেন, ‘‘একটা অন্তত বড় রানের জুটি হওয়া দরকার ছিল। আসলে শুরুতে অতটা শিশির হবে, আশা করিনি। ১ উইকেটে ৪২ রান থেকে আমরা ২০-২৫ রানে ৫ উইকেট হারালাম। এটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy