ওয়াশিংটন সুন্দর টুইটার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল খেলা আইপিএল-এ তাঁকে সাহায্য করবে, এমনটাই জানিয়ে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। বুধবার তিনি বলেন, ‘‘আমার মনে হয় টেস্ট সিরিজে ভাল খেলা আমার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে। সেই আত্মবিশ্বাসকে সাথে নিয়েই আইপিএল খেলতে চাই।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন টেস্টে অভিষেক করেন তিনি। সেই ম্যাচে ৬২ রান করার পাশাপাশি তিনটি উইকেটও পেয়েছিলেন এই স্পিনার। গাব্বা টেস্টে শেষ দিনে তাঁর করা ২২ রানের ইনিংসে ভর করেই টেস্ট সিরিজ জিতে নেয় ভারত।
তবে শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয়, ২১ বছর বয়সী এই স্পিনার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। ওয়াশিংটন বলেন, ‘‘আমরা সেরা দুটি দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভাল খেলে জয় পেয়েছি। আর সেটাই আমাকে আলাদা আত্মবিশ্বাস জোগাচ্ছে।’’
আইপিএল-এ দর্শকদের প্রবেশ করার অনুমতি না থাকায় কিছুটা হতাশ হলেও পরিস্থিতির কথা মাথায় রেখে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন ওয়াশিংটন। তিনি বলেন, ‘‘এটা দ্বিতীয় বছর যেখানে আমরা দর্শক ছাড়া খেলতে নামছি। এটার সঙ্গে আমরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠেছি। তবে দর্শকরা থাকলে যে উত্তেজনা থাকে সেটা পাই না। এখন যা পরিস্থিতি তার মধ্যেও আমরা যে ক্রিকেট খেলতে পারছি এটাই অনেক বড় ব্যাপার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy