একেবারে অন্য মেজাজে বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক। ছবি - টুইটার
বাইশ গজের যুদ্ধে যে তিনি চ্যাম্পিয়ন সেটা সকলে জানে। তবে ক্যামেরার লেন্সের সামনে দারুণ অভিনয়ও করেন মহেন্দ্র সিংহ ধোনি। এর প্রমাণ বহুবার দিয়েছেন। এ বার আইপিএলের বিজ্ঞাপনে সেটা আবার বোঝা গেল। রবিবার আইপিএলের টুইটার থেকে দুটো ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। তবে প্রথম ভিডিয়ো নিয়ে বেশি চর্চায় ‘ক্যাপ্টেন কুল’। নেটমাধ্যমে তাঁর ছবি ছড়িয়ে পড়তেই তুমুল ভাইরাল হয়েছে।
নতুন অবতারে ধোনিকে দেখা গিয়েছে সম্পূর্ণ ন্যাড়া অবস্থায়। হ্যাঁ, ভারতের প্রাক্তন অধিনায়কের মাথা সম্পূর্ণ ভাবে কামানো। সেই ভিডিয়োতে ধোনি অনেকটা বৌদ্ধ সন্ন্যাসীদের মত একেবারে ন্যাড়া হয়ে কয়েকটি বাচ্চা ছেলেকে রোহিত শর্মা ও তাঁর মুম্বই ইন্ডিয়ান্স দলের সাফল্য নিয়ে কথা বলছেন। মজা করে বলছেন আইপিএলের মঞ্চে লোভ মোটেও খারাপ ব্যাপার নয়। তবে একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন যে তিনি ও তাঁর চেন্নাই সুপার কিংস গত মরসুমে মেলে ধরতে না পারলেও এ বার কিন্তু বাজি উল্টে দিতে পারেন।
#VIVOIPL salutes the new Indian spirit that is eager to innovate and rewrite the rulebook.
— IndianPremierLeague (@IPL) March 14, 2021
Will history be created yet again this IPL?
Join us in celebrating #IndiaKaApnaMantra
LIVE from Apr 9@Vivo_India, @StarSportsIndia & @DisneyPlusHS pic.twitter.com/ZzYZaI95zh
দ্বিতীয় ভিডিয়োতেও অভিনবত্বের ছোঁয়া। সেখানে আবার বিরাট কোহলী ও তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল সম্পর্কে কথা বলেছেন ধোনি। যদিও এই ভিডিয়োতে তিনি সন্ন্যাসী নন। বরং এখানে মাহি ছোট ছোট ছেলেদের কাছে তিনি একজন এনসিসি ক্যাডেট। তাঁর দাবি বিরাটের রাগ ও আক্রমণাত্মক মেজাজ এ বার আরসিবি-র ভাগ্য ফেরাতে পারে।
এর আগেও মাঝেমধ্যেই নিত্যনতুন অবতারে আবির্ভূত হয়েছেন তিনি। নতুন বেশে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। কিন্তু রবিবার মহেন্দ্র সিংহ ধোনির যে রূপ দেখা গেল, তার জন্যে বোধ হয় প্রস্তুত ছিলেন না কেউই।
The new Indian spirit that innovates, redefines & achieves greatness is what #VIVOIPL is about!
— IndianPremierLeague (@IPL) March 14, 2021
Whose mantra will bring success this time?
Join us in celebrating #IndiaKaApnaMantra
LIVE from Apr 9@Vivo_India, @StarSportsIndia & @DisneyPlusHS pic.twitter.com/Ii01eRXoX1
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy