৬৯ রানে জিতলেন ধোনিরা। ছবি আইপিএল
খেলা শেষ। ১২২-৯ স্কোরে থেমে গেল কোহলীদের ইনিংস। ধোনির দলের বিরুদ্ধে ৬৯ রানে হার কোহলীর দলের।
উইকেট। তাহিরের সরাসরি থ্রোয়ে আউট জেমিসন।
উইকেট। তাহিরের বলে স্লিপে রায়নার হাতে ক্যাচ দিয়ে আউট নবদীপ।
উইকেট। ইমরান তাহিরের বলে বোল্ড হর্ষল।
উইকেট। জাডেজার বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন এবি ডিভিলিয়ার্স।
উইকেট। ওয়াংখেড়েতে যেন আরসিবি বনাম জাডেজার লড়াই চলছে। ব্যাট, বল হাতে কামাল দেখানোর পর এ বার জাডেজার অসাধারণ থ্রোয়ে রান আউট ক্রিশ্চিয়ান।
উইকেট। জাডেজার ঘূর্ণিতে মাত হয়ে ফিরলেন ম্যাক্সওয়েল। প্রবল চাপে আরসিবি।
উইকেট। ছয় মারতে গিয়ে ফিরলেন ওয়াশিংটন।
৬ ওভারে আরসিবি ৬৫-২।
উইকেট। কোহলীর পর ফিরলেন পাড়িক্কলও।
তিনে ওয়াশিংটন সুন্দরকে নামিয়ে চমক দিলেন কোহলী।
উইকেট। ধোনির হাতেই হার মানলেন কোহলী। সিএসকে নেতার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
২ ওভারে আরসিবি ২৮-০।
প্রথম ওভারে দশ রান তুলল আরসিবি।
শুরু হল আরসিবি-র ইনিংস।
এক ওভারে ৩৭। আইপিএলের সব থেকে বেশি রান এক ওভারে।
শেষ ওভারে পাঁচটি ছক্কা মারলেন জাডেজা। অর্ধশতরানও পূরণ করে ফেললেন। সিএসকে শেষ করল ১৯১-৪ রানে।
শেষ ওভারে ৩৭ রান দিলেন হর্ষল। তাঁকে পাঁচটি ছক্কা মারলেন জাডেজা।
শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিক জাডেজার। চালকের আসনে চেন্নাই।
উইকেট। ফিরে গেলেন রায়ডু। ১৪ রান করে।
১৭ ওভারে সিএসকে ১৪০-৩।
জাডেজার ক্যাচ ফেলে দিলেন ক্রিশ্চিয়ান।
উইকেট। রায়নার পরের বলেই ফিরলেন দু’প্লেসি। ৫০ রান করে আউট।
উইকেট। ফিরলেন রায়না (২৪)। হর্ষলের বলে পাড়িক্কলের হাতে ক্যাচ দিলেন।
অর্ধশতরান। টানা দ্বিতীয় ম্যাচে ৫০-এর গন্ডি পেরোলেন দু’প্লেসি।
১১ ওভারে সিএসকে ৯০-১।
উইকেট। দশম ওভারের প্রথম বলেই ফিরলেন রুতুরাজ। চহাল নিলেন তাঁর উইকেট।
৬ ওভারে সিএসকে ৫১-০। খেলছেন দু’প্লেসি (২৭) এবং রুতুরাজ (২২)।
৩ ওভারে সিএসকে ২১-০। দু’প্লেসি ভাল খেলছেন।
খেলা শুরু। সিরাজের প্রথম ওভারে ৬ রান নিল সিএসকে।
আরসিবি দলে দুই পরিবর্তন। রিচার্ডসনের জায়গায় ড্যান ক্রিশ্চিয়ান এবং শাহবাজ আহমেদের জায়গায় নবদীপ সাইনি।
চেন্নাই দলে তিন পরিবর্তন। মইন আলির বদলে লুনগি এনগিডি। এ ছাড়াও ডোয়েন ব্রাভো এবং ইমরান তাহির দলে এসেছেন।
কোহলী বললেন, “বোলিং করতে পেরে খুশি। সে ভাবেই বোলিং লাইন-আপ বানিয়েছি।”
Toss Update: Captain @msdhoni has won the toss and has decided that @ChennaiIPL will bat first at the Wankhede Stadium today against @imVkohli's @RCBTweets. https://t.co/wpoquMXdsr #CSKvRCB #VIVOIPL pic.twitter.com/q2j1Zvi7AI
— IndianPremierLeague (@IPL) April 25, 2021
টসে জিতলেন মহেন্দ্র সিংহ ধোনি। ব্যাট করবেন তাঁরা। ধোনি বললেন, “গরম একটা কারণ। পরের দিকে উইকেটও ধীর গতির হয়ে যাচ্ছে। তাই প্রথমে ব্যাট করব।”
চলতি আইপিএল-এ এই প্রথমবার হতে চলেছে মহাযুদ্ধ। মুখোমুখি হচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলী। প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়ে জয়ের রাস্তায় ফিরেছে ধোনির সিএসকে। আর কোহলীর আরসিবি প্রথম ম্যাচ থেকেই ছন্দে রয়েছে। তারা একটি ম্যাচেও হারেনি। আইপিএল-এ এত ভাল শুরু আগে কখনও তাদের হয়নি।
আরসিবি এ বার অন্যতম সেরা ভারসাম্যযুক্ত দল। ব্যাট হাতে যেমন ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব পালন করছেন, বল হাতে তেমনই হর্ষল পটেলের মতো তরুণরা খেল দেখাচ্ছেন। অপরদিকে, দিল্লি ক্যাপিটালসের কাছে প্রথম ম্যাচ হারলেও ঘুরে দাঁড়িয়ে ধোনিরা সব ম্যাচ জিতেছেন। তাদেরকেও অপ্রতিরোধ্য দেখাচ্ছে। এখন দেখার মুখোমুখি সাক্ষাতে কে শেষ হাসি হাসেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy