Advertisement
০৬ নভেম্বর ২০২৪
IPL 2021

বোলারদের ক্ষমা করে দিচ্ছেন নাইট অধিনায়ক মর্গ্যান

বোলারদের ক্ষমা করলেও ব্যাটিং নিয়ে চিন্তায় নাইট অধিনায়ক।

অইন মর্গ্যান।

অইন মর্গ্যান। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ০৯:০৮
Share: Save:

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের ২২১ রান বাদ দিলে এ বারের আইপিএল-এ এখনও পর্যন্ত সবথেকে বেশি ২২০ রান উঠল বুধবার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস এই রান তুলল। তবু বোলারদের ক্ষমা করে দিচ্ছেন কেকেআর অধিনায়ক অইন মর্গ্যান।

বুধবার ম্যাচের পর মর্গ্যান বলেন, ‘‘বোলারদের কথা আমাদের একটু ভাবতে হবে। এই উইকেটে বোলারদের ভুল করার পরিমাণটা একেবারেই কম। তাই বোলারদের প্রতি আমাদের একটু দয়ালু হতে হবে।’’ নাইটদের বোলারদের মধ্যে দুই স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারাইন ছাড়া চার জোরে বোলারই ব্যর্থ। বিশেষ করে প্যাট কামিন্স ৪ ওভারে ৫৮ রান দেন।

বোলারদের ক্ষমা করলেও ব্যাটিং নিয়ে চিন্তায় নাইট অধিনায়ক। প্রথম ৬ ওভারের মধ্যে ৩১ রানে ৫ উইকেট পড়ে যায় কেকেআর-এর। মর্গ্যান বলেন, ‘‘ব্যাটিংয়ে প্রথম ৫ ওভার একেবারেই আমাদের সঙ্গে যায়নি। যেভাবে চেয়েছিলাম, সেভাবে ব্যাট করতে পারিনি।’’ শুভমন গিল, নীতীশ রানা, সুনীল নারাইন, রাহুল ত্রিপাঠি এবং মর্গ্যান নিজে রান পাননি।

তবে এরপর ব্যাট হাতে আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক এবং কামিন্সের লড়াই কলকাতাকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিল। এর মধ্যে রাসেলই সবথেকে বেশি মেরেছিলেন। তিনি ২২ বলে ৫৪ রান করেন। ইনিংসে ৩টি চার, ৬টি ছয়। ‘দ্রে রাস’-এর ইনিংস নিয়ে মর্গ্যান বলেন, ‘‘ওকে এই ছন্দে খেলতে দেখে ভাল লাগছে। কিন্তু আমরা বাকিরা ওকে সাহায্য করতে পারলাম না।’’

কার্তিক ২৪ বলে ৪০ এবং কামিন্স ৩৪ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। কলকাতাকে ১৮ রানে হারতে হয়। বাকি দু’জনেরও প্রশংসা করে মর্গ্যান বলেন, ‘‘রাসেল আর কার্তিক আমাদের ম্যাচে ফিরিয়েছিল। তারপর কামিন্স আমাদের জেতার সুযোগ করে দিয়েছিল। মিডল অর্ডার আর লোয়ার অর্ডার খুব ভাল ব্যাট করল।’’

চেন্নাই ছেড়ে নাইটদের এ বার খেলতে হয়েছে মুম্বইয়ে। নতুন মাঠ নিয়ে খুশি মর্গ্যান। বলেন, ‘‘এটা নতুন চ্যালেঞ্জ। তবে নতুন মাঠের সঙ্গে আমরা খুব ভাল মানিয়ে নিয়েছি।’’

অন্য বিষয়গুলি:

KKR Eoin Morgan IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE