কেভিন পিটারসেন পছন্দ করেন শুভমন গিলের খেলা।
কেভিন পিটারসেন পছন্দ করেন শুভমন গিলের খেলা। তবে এই মুহূর্তে যে রকম ছন্দে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার তাতে খুব একটা খুশি হতে পারছেন না পিটারসেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক ঘটে শুভমনের। ইংল্যান্ড সিরিজে যদিও তিনি ছন্দ হারান। কেকেআর-এর হয়েও সেই ছন্দ খুঁজে পাননি এখনও।
পিটারসেন বলেন, “শুভমন ভাল ব্যাটসম্যান। ওর খেলা দেখতে দারুণ লাগে। আমার মনে হয় ক্রিজে ওর একটু সক্রিয় হওয়া উচিত। সেটা করতে পারলেই ওর খেলা পাল্টে যাবে। ওকে প্রচণ্ড অলস মনে হয়েছে।”
এ বারের আইপিএল-এ এখনও অবধি ৭ ম্যাচ ১৩২ রান করেছেন শুভমন। পরবর্তী সময়ে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠার গুণ তাঁর মধ্যে আছে বলে মনে করা হয়। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন শুভমন। পিটারসেন বলেন, “ও যে ভাবে আউট হয়েছে এ বারের আইপিএল-এ, ওকে দেখে মনে হয়নি ও খুব একটা ফিট। এই মুহূর্তে ও খুব অলস হয়ে রয়েছে। আমি চাইব ও একটু সক্রিয় হয়ে উঠুক। তাহলেই পায়ের কাছের বলগুলো মারতে পারবে ও।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy