রাজস্থান রয়্যালসের নায়ক এখন কার্তিক ত্যাগী। ছবি: টুইটার থেকে
পঞ্জাব কিংসকে হারিয়ে রাজস্থান রয়্যালসের নায়ক এখন কার্তিক ত্যাগী। শেষ ওভারে চার রান করতে দেননি লোকেশ রাহুলের দলকে। যে ভাবে নিকোলাস পুরান এবং এডেন মার্করামকে তিনি আটকে দিলেন, তাতে যশপ্রীত বুমরার সঙ্গে তুলনা হতে শুরু করেছে কার্তিকের।
বুমরা নিজেও কার্তিকের প্রশংসা করেন। তবে বুমরার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছিল কার্তিকের সেই সময় বেশ চাপে পড়ে গিয়েছিলেন তিনি। কার্তিক বলেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম দেখা হয়েছিল বুমরার সঙ্গে। আমি বেশ চাপে ছিলাম। দেখাই করতে যেতে পারিনি। কিন্তু ও নিজেই এল আমার কাছে। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনাও করল। দারুণ সময় ছিল সেটা।”
অস্ট্রেলিয়া সফর তাঁকে অনেক পরিণত করেছে বলেই মত কার্তিকের। তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় গিয়ে অনেক কিছু শিখেছি। বেশ কিছু ক্রিকেটার অসুস্থ হয়ে পড়ে। তরুণরা ম্যাচ জেতায়। আমিও চাই ভারতকে ম্যাচ জেতাতে।”
What an over, #KartikTyagi! To maintain a cool head under that kind of pressure and to get the job done, great stuff, very impressive! #PBKSvRR #IPL2021
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) September 21, 2021
বুমরাকে পৃথিবীর অন্যতম সেরা বোলার মনে করেন কার্তিক। তাঁর থেকে প্রশংসা পেয়ে আপ্লুত তরুণ পেসার। পঞ্জাবের বিরুদ্ধে শেষ ওভার করার আগে সঞ্জু স্যামসন এবং ক্রিস মরিসের সঙ্গে তাঁর পরিকল্পনা আলোচনা করে উপকার পেয়েছিলেন বলেও জানিয়েছেন কার্তিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy