জয়ের রহস্য ফাঁস ব্র্যাভোর ছবি আইপিএল
আইপিএল-এর দ্বিতীয় পর্বে পরপর দু’ম্যাচেই জয় পেয়েছে সিএসকে। প্রথমে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর শুক্রবার হারিয়েছে বিরাট কোহলীর আরসিবি-কে। দলের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো মনে করেন, শেষের দিকের ওভারগুলিতে বিপক্ষকে চাপে রাখাই তাঁদের সাফল্যের আসল কারণ।
আরসিবি-র বিরুদ্ধে শেষ দুই ওভারে ব্র্যাভো মাত্র ১২ রান দেন। নিয়ে নেন একটি উইকেট। শেষ দিকে সে ভাবে রানও করতে পারেনি কোহলীর দল। এ প্রসঙ্গে ব্র্যাভো বলেছেন, “দারুণ একটা দলগত পারফরম্যান্স দেখা গেল। আরসিবি-র ইনিংসের শেষের দিকে আমরা ভাল বোলিং করেছি। ফলে ম্যাচের মাঝামাঝি অবস্থায় আমরা অনেক ভাল জায়গায় ছিলাম। শারজার মতো ছোট মাঠে মাত্র ১৫৭ রান তাড়া করতে হয়েছে আমাদের। বাকি ম্যাচগুলিতেও একই পরিকল্পনা নিয়ে নামব আমরা।”
ব্র্যাভো জানালেন, বিপক্ষকে শেষের দিকে চাপে রাখার পরিকল্পনা নিয়েই নামেন তাঁরা। তাঁর কথায়, “জানি কাজটা কঠিন। ভাল ব্যাটসম্যানদের মুখোমুখি হলে সমস্যায় পড়তে হবেই। তবে সেই সময় নিজেদের দক্ষতার উপর জোর দিই আমরা।”
Bowling plans 👌
— IndianPremierLeague (@IPL) September 25, 2021
Friendly banter 😂
Story behind nickname 🤔
'Champion' @DJBravo47 and @RayuduAmbati chat up after @ChennaiIPL's win in Sharjah. 😎😎 - By @RajalArora
Full interview 🎥 👇 #VIVOIPL #RCBvCSK https://t.co/qzgWBZ5njm pic.twitter.com/FpeAo5ZKx0
তিনি একা নন, ব্র্যাভো মনে করেন আরসিবি-কে কম রানে আটকে রাখার পিছনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে রবীন্দ্র জাডেজারও। বলেছেন, “আমরা চেয়েছিলাম যে করে হোক আরসিবি-র রান তোলার গতি আটকাতে। সেই কাজে জাডেজার স্পেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy