দেবদত্ত পাড়িক্কল ফাইল চিত্র
কোভিড থেকে সুস্থ হয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামতে তৈরি দেবদত্ত পাড়িক্কল। গত ২২ মার্চ করোনায় আক্রান্ত হন এই ব্যাটসম্যান। এরপর থেকে আলাদা ছিলেন তিনি। কোভিড সারিয়ে এবার অনুশীলনে নেমে পড়লেন। বিরাটের সঙ্গে ইনিংস ওপেন করতে মুখিয়ে রয়েছেন পাড়িক্কল। নেটমাধ্যমে প্রকাশ করা আরসিবির সাক্ষাৎকারে এই ব্যাটসম্যান বলেন, ‘‘বিরাট কোহলীর সঙ্গে ইনিংসের শুরুতে নামব, এটা ভেবেই আনন্দ হচ্ছে। আমি এই উত্তেজনা চেপে রাখতে পারছি না।’’ এরপর তিনি বলেন, ‘‘কোভিড থেকে সুস্থ হয়ে আমি এখন অনেকটা ভাল আছি। আমি দলের হয়ে খেলার জন্য তৈরি।’’
ব্যাঙ্গালোরের ওপেনার ব্যাটসম্যান আরও বলেন, ‘‘আইপিএলে সবসময় নিজের ১০০ শতাংশ দিতে হয়। আমি এখন বল দেখে খেলতে পারছি। ফলে খেলতে সমস্যা হবে না।’’
ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন দেবদত্ত পাড়িক্কল। গত মরসুমে আইপিএলে ১৫ ম্যাচে ৪৭৩ রান করার পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে ২১৮ রান করেন বিজয় হজারে ট্রফিতে ৭ ম্যাচে ৭৩৭ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ঘরোয়া ক্রিকেটের এই সাফল্যকে ধরে রাখতে চাইছেন পাড়িক্কল। তিনি বলেন, ‘‘আগের আইপিএলে দারুণ খেলেছিলাম। ওটা খুব ভাল একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য। দারুণ সুযোগও ছিল। আমি দলের জন্য কিছু করতে পেরেছিলাম। মুস্তাক আলি ট্রফিতেও ভাল খেলেছি। বিজয় হজারেতে আমি আমার ছন্দ ফিরে পাই। আইপিএলের আগে আমি ভাল রান পাচ্ছি আর এটাই আমায় আত্মবিশ্বাস দিচ্ছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy