চিন্তায় ধোনি। ছবি: বিসিসিআই
আইপিএল শুরু হতে বাকি ৯ দিন। তার আগে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির দল থেকে নাম সরিয়ে নিলেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। অ্যাশেজের আগে নিজেকে তরতাজা রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন অজি পেসার।
হ্যাজেলউড বলেন, “১০ মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হয়েছে। বিভিন্ন সময় থাকতে হয়েছে নিভৃতবাসে। ক্রিকেট থেকে ছুটি নিয়ে কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে চাই। আগামী ২ মাস অস্ট্রেলিয়ায় থাকব।” গতবারের আইপিএল-এ ৩টি ম্যাচ খেলেছিলেন অজি পেসার। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বড় সফর রয়েছে, টি২০ বিশ্বকাপ রয়েছে, তার পর অ্যাশেজ। আগামী ১২ মাস লম্বা ক্রিকেটসূচি।”
বুধবার মিচেল মার্শ নাম সরিয়ে নেন আইপিএল থেকে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার কথা ছিল তাঁর। নাম সরিয়ে নিয়েছেন জস ফিলিপও। হ্যাজেলউড হলেন তৃতীয় অস্ট্রেলীয় ক্রিকেটার যিনি আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন। চেন্নাই দলের কাছে সুযোগ রয়েছে হ্যাজেলউডের পরিবর্ত ঘোষণা করার। ধোনির দলে রয়েছেন স্যাম কারেন, ডোয়েন ব্র্যাভো। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডি-কে পাওয়া যাবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে চেন্নাই।
Exclusive: Josh Hazlewood has withdrawn from his #IPL stint with @ChennaiIPL & hopes to be playing the #SheffieldShield final in a fortnight | @samuelfez https://t.co/y9ZcYGH6li pic.twitter.com/d3fcALQPyv
— cricket.com.au (@cricketcomau) March 31, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy