অনরিখ নোখিয়া। ফাইল ছবি
গোটা দেশে যে ঘটনা আকছার হচ্ছে, সেই জিনিস এ বার দেখা যাচ্ছে আইপিএল-এও। কেকেআর-এর নীতীশ রানার পর দিল্লি ক্যাপিটালসের অনরিখ নোখিয়ারও কোভিড-১৯ পরীক্ষার ভুয়ো ফলাফল এল। ফলে শুক্রবারই কড়া নিভৃতবাস থেকে বেরিয়ে এলেন দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার। নিভৃতবাসে থাকার সময়েই যিনি নাকি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরে তিন বার আরটি-পিসিআর পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছে।
দিল্লির তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছেন নোখিয়া। এক ভিডিয়োয় নোখিয়া নিজেও বলেছেন, “নিভৃতবাস থেকে বেরিয়ে প্রাতরাশ টেবিলে সবাইকে আবার দেখে খুব ভাল লাগছে। আজ অনুশীলন করার জন্য মুখিয়ে রয়েছি। আইপিএল এ বার ভারতে হচ্ছে। এর থেকে ভাল কিছু হতে পারে না। এ বার শুধু মাঠে নামার অপেক্ষা।”
এর আগে কেকেআরের নীতীশ রানারও ভুয়ো ফল এসেছিল। তিনিও দ্রুত নিভৃতবাস ছেড়ে দলের সঙ্গে যোগ দেন।
He's here 💙
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2021
Our pace superstar is now out of quarantine. After a false positive result for COVID-19, Anrich Nortje tested negative thrice, and is now part of our team bubble.
We can't wait to see him in action 🔥#YehHaiNayiDilli #IPL2021 @AnrichNortje02 @TajMahalMumbai pic.twitter.com/8dGh2GlniK
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy