ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী। ছবি-সোশ্যাল মিডিয়া।
বরুণ চক্রবর্তীর স্পিনের জবাব দিতে না পেরে শনিবার আত্মসমর্পণ করল দিল্লি ক্যাপিটালস। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন কলকাতা নাইট রাইডার্সের এই মিস্ট্রি স্পিনার। এই জয়ের ফলে প্লে অফের সরণীতে রয়েছে কলকাতা। বরুণ চক্রবর্তীর আশা কলকাতাকে এ বার ট্রফি এনে দিতে পারবেন। আইপিএলের সরকারি ওয়েবসাইটে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দীনেশ কার্তিকের সঙ্গে কথা বলার সময়ে বরুণ চক্রবর্তী বলেছেন, ‘‘পরের চ্যালেঞ্জ হল প্লে অফে পৌঁছনো এবং কেকেআরের হয়ে ট্রফি জেতা।’’
শনিবার প্রথমে ব্যাট করে কলকাতা করেছিল ১৯৪ রান। রান তাড়া করতে নেমে দিল্লি করে ১৩৫ রান। বল করতে এসে জ্বলে ওঠেন বরুণ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উইকেট পাননি তিনি। তার প্রায়শ্চিত্ত করলেন দিল্লির বিরুদ্ধে। ম্যাচের সেরা বরুণ বলছেন, ‘‘আগের ম্যাচে আমি উইকেট পাইনি। দিল্লির বিরুদ্ধে একটা-দুটো উইকেট নিতে চেয়েছিলাম। ঈশ্বর সহায় আমি পাঁচটা উইকেট পেয়েছি।’’
তাঁর পাঁচটা উইকেটের মধ্যে শ্রেয়াস আইয়ারের উইকেটটাই সেরা। বরুণ বলছেন, ‘‘শ্রেয়াস আইয়ারের উইকেট নিয়ে খুব মজা পেয়েছি। আমি যে প্রান্ত থেকে বল করছিলাম, সেই প্রান্তের বাউন্ডারি তুলনায় ছোট ছিল।’’
আরও পড়ুন: অধিনায়ক পালাতে পারে না, বলছেন বিদ্ধ ধোনি
বরুণকে তুলে মারতে গিয়ে নাগারকোটির হাতে ধরা পড়েন দিল্লি অধিনায়ক। শ্রেয়াস আইয়ারকে ফেরানোর পরে তাঁকে নমস্কার করতেও দেখা যায় বরুণকে। তিনিই যে এ বার পারফরম্যান্সের নিরিখে নজর কাড়ছেন, সে কথা জানিয়েছেন কলকাতা অধিনায়ক অইন মর্গ্যানও। অধিনায়কের পাশাপাশি হরভজন সিংহ, হর্ষ ভোগলেরাও প্রশংসা করেছেন বরুণকে। এটাই আইপিএল। ভাল পারফরম্যান্স তুলে ধরতে পারলে সবার নজরে পড়া যায়।
Congratulations #VarunChakravarthy 5 wickets haul.. india material 👌 top bowler @IPL @KKRiders
— Harbhajan Turbanator (@harbhajan_singh) October 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy