প্লে-অফের টিকিট পেতে কলকাতা নাইট রাইডার্সের কাছে পুঁজি মাত্র ১টা ম্যাচ। রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিততেই হবে। তার পরেও অবশ্য প্লে-অফে খেলা নিশ্চিত নয়। ১৩ ম্যাচে ৭টিতেই হেরে সেই রাস্তা নিজেরাই কঠিন করে ফেলেছেন নাইটরা। রয়্যালসদের বিরুদ্ধে জেতা ছাড়াও প্রতিদ্বন্দ্বীদের থেকে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে। সেই সঙ্গে চলতি আইপিএলে প্লে-অফের টিকিট পেতে অন্য দলের জেতা-হারার উপরেও তাকিয়ে থাকতে হবে শাহরুখ খানের দলকে! মরণবাঁচন ম্যাচে কি আজ দলে ফিরতে পারেন আন্দ্রে রাসেল? কারা জায়গা পেতে পারেন কেকেআরের প্রথম একাদশে?