Advertisement
০৫ নভেম্বর ২০২৪
ipl2020

খুইয়েছিলেন চাকরি, আইপিএল-এ স্বমহিমায় ফিরছেন নামী ক্রীড়া-সঞ্চালক

সাংবাদিকতা নিয়ে পড়াশোনার পরে নেরোলি-র কেরিয়ার শুরু ২০০৬-এ। পারথ রেডিয়ো স্টেশনের সপ্তাহান্তের ক্রীড়া অনুষ্ঠানের তিনি ছিলেন প্রযোজক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২০ ১০:২৮
Share: Save:
০১ ১৫
আইপিএল-এর গ্ল্য়ামার-ডানায় নতুন পালক। এ বছর এই ক্রিকেট টুর্নামেন্টে সংযোজকদের মধ্য়ে থাকবেন নেরোলি মিডোজ।

আইপিএল-এর গ্ল্য়ামার-ডানায় নতুন পালক। এ বছর এই ক্রিকেট টুর্নামেন্টে সংযোজকদের মধ্য়ে থাকবেন নেরোলি মিডোজ।

০২ ১৫
এই প্রজন্মের অন্যতম সেরা এই ক্রীড়া সাংবাদিক দীর্ঘ দিন ছিলেন ফক্স নিউজে। কিন্তু ব্যয় সঙ্কোচের কারণ দেখিয়ে তাঁকে বরখাস্ত করেন চ্যানেল কর্তৃপক্ষ।

এই প্রজন্মের অন্যতম সেরা এই ক্রীড়া সাংবাদিক দীর্ঘ দিন ছিলেন ফক্স নিউজে। কিন্তু ব্যয় সঙ্কোচের কারণ দেখিয়ে তাঁকে বরখাস্ত করেন চ্যানেল কর্তৃপক্ষ।

০৩ ১৫
পশ্চিম অস্ট্রেলিয়ার কোলি শহরে  ১৯৮৫ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম নেরোলি-র।  অস্ট্রেলিয়ান ফুটবল লিগ-এ ফ্রিম্যান্টল ক্লাবের ভক্ত নেরোলি-র এক ভাই রস হকি খেলেন। আর এক ভাই আয়ান অভিনেতা।

পশ্চিম অস্ট্রেলিয়ার কোলি শহরে ১৯৮৫ সালের ১৬ সেপ্টেম্বর জন্ম নেরোলি-র। অস্ট্রেলিয়ান ফুটবল লিগ-এ ফ্রিম্যান্টল ক্লাবের ভক্ত নেরোলি-র এক ভাই রস হকি খেলেন। আর এক ভাই আয়ান অভিনেতা।

০৪ ১৫
সাংবাদিকতা নিয়ে পড়াশোনার পরে নেরোলি-র কেরিয়ার শুরু ২০০৬-এ। পারথ রেডিয়ো স্টেশনের সপ্তাহান্তের ক্রীড়া অনুষ্ঠানের তিনি ছিলেন প্রযোজক।

সাংবাদিকতা নিয়ে পড়াশোনার পরে নেরোলি-র কেরিয়ার শুরু ২০০৬-এ। পারথ রেডিয়ো স্টেশনের সপ্তাহান্তের ক্রীড়া অনুষ্ঠানের তিনি ছিলেন প্রযোজক।

০৫ ১৫
এর পর বিভিন্ন সংস্থায় দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন নেরোলি। ২০১৭-এ তিনি যোগ দেন ফক্স ফুটি চ্যানেলে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ধারাভাষ্যকার।

এর পর বিভিন্ন সংস্থায় দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন নেরোলি। ২০১৭-এ তিনি যোগ দেন ফক্স ফুটি চ্যানেলে। তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ফুটবল লিগের ধারাভাষ্যকার।

০৬ ১৫
ফক্স স্পোর্টস চ্যানেলে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন ন্যাশনাল বাস্কেটবল লিগ-এর জন্যেও। ফক্স স্পোর্টস এবং ফক্স ফুটি-র বিভিন্ন স্পোর্টস শো-এর তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সঞ্চালক।

ফক্স স্পোর্টস চ্যানেলে তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন ন্যাশনাল বাস্কেটবল লিগ-এর জন্যেও। ফক্স স্পোর্টস এবং ফক্স ফুটি-র বিভিন্ন স্পোর্টস শো-এর তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সঞ্চালক।

০৭ ১৫
২০১৯-এর অক্টোবরে ব্য়য় সঙ্কোচের কারণে তাঁকে বরখাস্ত করে ফক্স স্পোর্টস। এই খবর ক্রীড়া দুনিয়াকে চমকে দিয়েছিল। বিখ্য়াত ক্রিকেট লিখিয়ে পিটার ল্যালোর বলেছিলেন, ক্রিকেট এবং ফুটবল দুনিয়াকে নিজের হাতের তালুর মতোই চেনেন মিডোজ।

২০১৯-এর অক্টোবরে ব্য়য় সঙ্কোচের কারণে তাঁকে বরখাস্ত করে ফক্স স্পোর্টস। এই খবর ক্রীড়া দুনিয়াকে চমকে দিয়েছিল। বিখ্য়াত ক্রিকেট লিখিয়ে পিটার ল্যালোর বলেছিলেন, ক্রিকেট এবং ফুটবল দুনিয়াকে নিজের হাতের তালুর মতোই চেনেন মিডোজ।

০৮ ১৫
তবে ফক্স নিউজ কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন।ফক্স-কর্তা প্য়াট্রিক ডেনালি-র বক্তব্য ছিল, তাঁদের সংস্থায় মহিলা
ক্রীড়া সাংবাদিক তথা সঞ্চালক আরও অনেকে আছেন। তাছাড়া, কারওর চাকরি সারা জীবনের জন্য থাকে না।

তবে ফক্স নিউজ কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন।ফক্স-কর্তা প্য়াট্রিক ডেনালি-র বক্তব্য ছিল, তাঁদের সংস্থায় মহিলা ক্রীড়া সাংবাদিক তথা সঞ্চালক আরও অনেকে আছেন। তাছাড়া, কারওর চাকরি সারা জীবনের জন্য থাকে না।

০৯ ১৫
ফক্স নিউজ ছাড়াও মিডোজ কাজ করেছেন নাইন নেটওয়ার্ক, ট্রিপল এম এবং ইএসপিএন অস্ট্রেলিয়া-র মতো সংস্থায়।

ফক্স নিউজ ছাড়াও মিডোজ কাজ করেছেন নাইন নেটওয়ার্ক, ট্রিপল এম এবং ইএসপিএন অস্ট্রেলিয়া-র মতো সংস্থায়।

১০ ১৫
এর আগে বিশ্বকাপ ক্রিকেটে কাজ করেছেন মিডোজ। তবে আইপিএল-এ এই প্রথম বার দেখা যাবে তাঁকে।

এর আগে বিশ্বকাপ ক্রিকেটে কাজ করেছেন মিডোজ। তবে আইপিএল-এ এই প্রথম বার দেখা যাবে তাঁকে।

১১ ১৫
এর আগে এক অনুরাগী তাঁকে টুইটারে আইপিএল-এর অংশ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

এর আগে এক অনুরাগী তাঁকে টুইটারে আইপিএল-এর অংশ হওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

১২ ১৫
সেই ভক্তের টুইটে ফিরে গিয়েছেন মিডোজ। ধন্যবাদ জানিয়ে বলেছেন ১৯ সেপ্টেম্বর থেকে ভক্তদের সঙ্গে তাঁর দেখা হবে আইপিএল ময়দানে।

সেই ভক্তের টুইটে ফিরে গিয়েছেন মিডোজ। ধন্যবাদ জানিয়ে বলেছেন ১৯ সেপ্টেম্বর থেকে ভক্তদের সঙ্গে তাঁর দেখা হবে আইপিএল ময়দানে।

১৩ ১৫
গত কয়েক বছর ক্রীড়া সাংবাদিকতা ও সঞ্চালনায় গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছেন মহিলারা। বিশ্বকাপ, আইপিএল থেকে অ্যাশেজ সিরিজ। সর্বত্র প্রতিযোগিতার অন্যতম অঙ্গ তাঁরা।

গত কয়েক বছর ক্রীড়া সাংবাদিকতা ও সঞ্চালনায় গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছেন মহিলারা। বিশ্বকাপ, আইপিএল থেকে অ্যাশেজ সিরিজ। সর্বত্র প্রতিযোগিতার অন্যতম অঙ্গ তাঁরা।

১৪ ১৫
অতিমারির আবহে এ বছরের আইপিএল টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানস।

অতিমারির আবহে এ বছরের আইপিএল টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানস।

১৫ ১৫
ক্রিকেট জগতের অন্যতম গ্ল্যামারখচিত এই প্রতিযোগিতায় কতটা ভাল পারফর্ম করতে পারবেন মিডোজ? দেখার অপেক্ষায় অনুরাগীরা।

ক্রিকেট জগতের অন্যতম গ্ল্যামারখচিত এই প্রতিযোগিতায় কতটা ভাল পারফর্ম করতে পারবেন মিডোজ? দেখার অপেক্ষায় অনুরাগীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE