Advertisement
১৯ নভেম্বর ২০২৪
cricket

নিলামে অবিক্রিতদের এই একাদশ টক্কর দিতে পারবে আইপিএলের যে কোনও দলকে

বিক্রি না হওয়া খেলোয়াড়দের নিয়েও রীতিমতো একটি একাদশ তৈরি করা যায়। শুধু তা-ই নয়, এমনই এই একাদশের ফর্ম যে, অন্য যে কোনও দলকে কড়া টক্কর দিতে পারেন তাঁরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ ১৩:০৮
Share: Save:
০১ ১৩
সদ্য অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২০-র নিলাম। মোট আটটি দলই তাদের হাতে থাকা টাকার সদ্ব্যবহার করেছে। কোনও কোনও খেলোয়াড়কে দলে নিতে তো রীতিমতো টক্কর দিয়েছে দু’-তিনটি ফ্রাঞ্চাইজি। বেস প্রাইসের চেয়ে প্রায় ১০-১২ গুণ বেশি দামেও বিভিন্ন খেলোয়াড়কে কিনেছে নানা দল। তবু এ বারের নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন টি-২০-র অনেক তাবড় খেলোয়াড়ই।

সদ্য অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২০-র নিলাম। মোট আটটি দলই তাদের হাতে থাকা টাকার সদ্ব্যবহার করেছে। কোনও কোনও খেলোয়াড়কে দলে নিতে তো রীতিমতো টক্কর দিয়েছে দু’-তিনটি ফ্রাঞ্চাইজি। বেস প্রাইসের চেয়ে প্রায় ১০-১২ গুণ বেশি দামেও বিভিন্ন খেলোয়াড়কে কিনেছে নানা দল। তবু এ বারের নিলামে অবিক্রিত থেকে গিয়েছেন টি-২০-র অনেক তাবড় খেলোয়াড়ই।

০২ ১৩
অবিক্রিত খেলোয়াড়দের তালিকা দেখলে অবাক হতেই হয়! বিক্রি না হওয়া খেলোয়াড়দের নিয়েও রীতিমতো একটি একাদশ তৈরি করা যায়। শুধু তা-ই নয়, এমনই এই একাদশের ফর্ম যে, অন্য যে কোনও দলকে কড়া টক্কর দিতে পারেন তাঁরা। দল না পাওয়া ক্রিকেটারদের এই একাদশ দেখলে চমকে যাবেন আপনিও!

অবিক্রিত খেলোয়াড়দের তালিকা দেখলে অবাক হতেই হয়! বিক্রি না হওয়া খেলোয়াড়দের নিয়েও রীতিমতো একটি একাদশ তৈরি করা যায়। শুধু তা-ই নয়, এমনই এই একাদশের ফর্ম যে, অন্য যে কোনও দলকে কড়া টক্কর দিতে পারেন তাঁরা। দল না পাওয়া ক্রিকেটারদের এই একাদশ দেখলে চমকে যাবেন আপনিও!

০৩ ১৩
২০১৫-তেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হয়ে গিয়েছিল ভারতীয় এই টপ অর্ডার ব্যাটসম্যান ও উইকেট কিপারের। নমন ওঝার নেতৃত্বে ভারতীয় এ দল দুরন্ত পারফর্ম্যান্স দেখায়। নমন নিজে এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও করেন। এই একাদশে ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে যেমন তাঁকে প্রয়োজন, তেমনই কে এস ভরতের মতোই উইকেটও সামলে দিতে সক্ষম তিনি।

২০১৫-তেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হয়ে গিয়েছিল ভারতীয় এই টপ অর্ডার ব্যাটসম্যান ও উইকেট কিপারের। নমন ওঝার নেতৃত্বে ভারতীয় এ দল দুরন্ত পারফর্ম্যান্স দেখায়। নমন নিজে এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ডাবল সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিও করেন। এই একাদশে ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করতে যেমন তাঁকে প্রয়োজন, তেমনই কে এস ভরতের মতোই উইকেটও সামলে দিতে সক্ষম তিনি।

০৪ ১৩
না, বিরাট কোনও ম্যাচ জিতিয়ে দেওয়ার কৃতিত্ব তিনি এখনও অর্জন করেননি। তবে মাঝে মাঝেই তাঁর ব্যাট থেকে ঝলসে ওঠে নয়নাভিরাম কিছু ক্রিকেটীয় ব্যকরণ। টি-২০-তে ভারতীয় ডান হাতি ব্যাটসম্যান হনুমা বিহারীর অবদান কিন্তু একেবারে হেলাফেলার নয়। অনূর্ধ্ব ১৯  বিশ্বকাপজয়ী দলেরও তিনি সদস্য ছিলেন। তাই অভিজ্ঞতার ভাঁড়ারও শূন্য নয়। তাঁকেও এই একাদশে রাখা যেতে পারে মিডল অর্ডারে।

না, বিরাট কোনও ম্যাচ জিতিয়ে দেওয়ার কৃতিত্ব তিনি এখনও অর্জন করেননি। তবে মাঝে মাঝেই তাঁর ব্যাট থেকে ঝলসে ওঠে নয়নাভিরাম কিছু ক্রিকেটীয় ব্যকরণ। টি-২০-তে ভারতীয় ডান হাতি ব্যাটসম্যান হনুমা বিহারীর অবদান কিন্তু একেবারে হেলাফেলার নয়। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলেরও তিনি সদস্য ছিলেন। তাই অভিজ্ঞতার ভাঁড়ারও শূন্য নয়। তাঁকেও এই একাদশে রাখা যেতে পারে মিডল অর্ডারে।

০৫ ১৩
ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারাও রয়ে গিয়েছেন অবিক্রিত। ৩১ বছর বয়সি চেতেশ্বর মিডল অর্ডারে দলকে ভরসা দিতে পারেন। উইকেট ধরে রাখার মতো পরিস্থিতিতে তাঁর দক্ষতা যে কোনও বড় দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। তাই চেতেশ্বরকে নিয়েই সাজবে আমাদের এই একাদশ।

ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারাও রয়ে গিয়েছেন অবিক্রিত। ৩১ বছর বয়সি চেতেশ্বর মিডল অর্ডারে দলকে ভরসা দিতে পারেন। উইকেট ধরে রাখার মতো পরিস্থিতিতে তাঁর দক্ষতা যে কোনও বড় দলকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম। তাই চেতেশ্বরকে নিয়েই সাজবে আমাদের এই একাদশ।

০৬ ১৩
যেমন ধরা যাক, নিউজিল্যান্ডের কলিন দে গ্র্যান্ডহোমের কথা। দলে ব্যাট-বলের চালিকাশক্তিটি আরও মজবুত করে তুলতে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবাই যায় ন। বিশ্বের তাবড় টি-২০ অলরাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম সেরা! জাতীয় দলের টি-২০-তে বিশেষজ্ঞ খেলোয়াড় হিসেবেই জায়গা পেয়ে থাকেন এই নিউজিল্যান্ডের তারকা। অথচ ২০২০-র আইপিএলে কোনও দল পাননি তিনি। তাঁকেও আমাদের এই একাদশে ঠাঁই দিলে তা মন্দ হবে না মোটেই।

যেমন ধরা যাক, নিউজিল্যান্ডের কলিন দে গ্র্যান্ডহোমের কথা। দলে ব্যাট-বলের চালিকাশক্তিটি আরও মজবুত করে তুলতে তাঁকে বাদ দেওয়ার কথা ভাবাই যায় ন। বিশ্বের তাবড় টি-২০ অলরাউন্ডারদের মধ্যে তিনি অন্যতম সেরা! জাতীয় দলের টি-২০-তে বিশেষজ্ঞ খেলোয়াড় হিসেবেই জায়গা পেয়ে থাকেন এই নিউজিল্যান্ডের তারকা। অথচ ২০২০-র আইপিএলে কোনও দল পাননি তিনি। তাঁকেও আমাদের এই একাদশে ঠাঁই দিলে তা মন্দ হবে না মোটেই।

০৭ ১৩
বয়স বেড়েছে ঠিকই। তবে বুড়ো হাড়েও যখন তখন ভেল্কি দেখাতে পারেন ইউসুফ পাঠান। যেখানে ৪৮ বছর বয়সি তাম্বে দল পেলেন, সেখানে কোন অঙ্কে ইউসুফ দল পেলেন না, তা নিয়ে বিস্মিত বিশেষজ্ঞরাও। অতীত আইপিএলের রেকর্ডও তাঁর বেশ উজ্জ্বল। গণ্য হয়েছেন ‘বিগেস্ট ম্যাচ উইনার’ হিসেবেও। এর আগে কলকাতা, হায়দরাবাদ, রাজস্থানের হয়ে খেলেছেন তিনি। কে বলতে পারে এই আইপিএলে ঝলসে উঠতেন না তিনি!

বয়স বেড়েছে ঠিকই। তবে বুড়ো হাড়েও যখন তখন ভেল্কি দেখাতে পারেন ইউসুফ পাঠান। যেখানে ৪৮ বছর বয়সি তাম্বে দল পেলেন, সেখানে কোন অঙ্কে ইউসুফ দল পেলেন না, তা নিয়ে বিস্মিত বিশেষজ্ঞরাও। অতীত আইপিএলের রেকর্ডও তাঁর বেশ উজ্জ্বল। গণ্য হয়েছেন ‘বিগেস্ট ম্যাচ উইনার’ হিসেবেও। এর আগে কলকাতা, হায়দরাবাদ, রাজস্থানের হয়ে খেলেছেন তিনি। কে বলতে পারে এই আইপিএলে ঝলসে উঠতেন না তিনি!

০৮ ১৩
কার্লোস ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলেও তাঁর গুরুত্ব যথেষ্ট। এমনকি টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন অতীতে। চার বছর ধরে তিনি তিনটি ফ্রাঞ্চাইজির হয়ে খেললেও ২০২০-র জন্য কোনও দলই কেনেনি ব্রেথওয়েটকে। এমন অভিজ্ঞ খেলোয়াড়রা কিন্তু একটি বড় মঞ্চে যখন তখন জ্বলে উঠতে পারেন। তাই আমাদের এই একাদশেও ব্রেথওয়েট থাকবেন যথেষ্ট গুরুত্ব সহকারেই।

কার্লোস ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজের টি-২০ দলেও তাঁর গুরুত্ব যথেষ্ট। এমনকি টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন অতীতে। চার বছর ধরে তিনি তিনটি ফ্রাঞ্চাইজির হয়ে খেললেও ২০২০-র জন্য কোনও দলই কেনেনি ব্রেথওয়েটকে। এমন অভিজ্ঞ খেলোয়াড়রা কিন্তু একটি বড় মঞ্চে যখন তখন জ্বলে উঠতে পারেন। তাই আমাদের এই একাদশেও ব্রেথওয়েট থাকবেন যথেষ্ট গুরুত্ব সহকারেই।

০৯ ১৩
নিজেকে টি-২০-র ধাঁচেই গড়ে তুলেছেন একটু একটু করে। ২০১৬-য় হায়দরাবাদের হয়ে টি-২০ খেলা শুরু করেন অস্ট্রেলীয় অলরাউন্ডার বেন কাটিং। তার পর থেকেই নিজের খেলার ধরন বদলেছেন। টি-২০-র ফর্ম্যাটে নিজেকে খাপ খাইয়ে নিলেও এ বছর কোনও দলই কেনেনি তাঁকে। আমাদের এই একাদশে কাটিংকে অন্যতম অলরাউন্ডার হিসেবে দলে রাখাই যায়।

নিজেকে টি-২০-র ধাঁচেই গড়ে তুলেছেন একটু একটু করে। ২০১৬-য় হায়দরাবাদের হয়ে টি-২০ খেলা শুরু করেন অস্ট্রেলীয় অলরাউন্ডার বেন কাটিং। তার পর থেকেই নিজের খেলার ধরন বদলেছেন। টি-২০-র ফর্ম্যাটে নিজেকে খাপ খাইয়ে নিলেও এ বছর কোনও দলই কেনেনি তাঁকে। আমাদের এই একাদশে কাটিংকে অন্যতম অলরাউন্ডার হিসেবে দলে রাখাই যায়।

১০ ১৩
অন্ধ্রপ্রদেশের ঘরোয়া ক্রিকেটে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বেশ নাম করেছেন কে এস ভরত। ভারতীয় জাতীয় দলের টেস্ট দলেও সম্প্রতি ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসেবে তাঁর নাম উঠে আসে। রঞ্জি, দলীপ সর্বত্রই তাঁর রেকর্ড বেশ ভাল। কাজেই এই একাদশে উইকেটের পিছন দিকটি সামলানোর সঙ্গে ব্যাটিংয়েও কিছু রান যোগ করে দিতেই পারেন তিনি।

অন্ধ্রপ্রদেশের ঘরোয়া ক্রিকেটে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে বেশ নাম করেছেন কে এস ভরত। ভারতীয় জাতীয় দলের টেস্ট দলেও সম্প্রতি ঋদ্ধিমান সাহার পরিবর্ত হিসেবে তাঁর নাম উঠে আসে। রঞ্জি, দলীপ সর্বত্রই তাঁর রেকর্ড বেশ ভাল। কাজেই এই একাদশে উইকেটের পিছন দিকটি সামলানোর সঙ্গে ব্যাটিংয়েও কিছু রান যোগ করে দিতেই পারেন তিনি।

১১ ১৩
ভারতের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। দলে মূলত একজন অলরাউন্ডার। তিনি স্টুয়ার্ট বিনি। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় কর্নাটকের প্রতিনিধিত্ব করছেন। রঞ্জিতে তাঁর রেকর্ডও ভাল। অলরাউন্ডারে ঠাসা কোনও দল বাছতে গেলে এই সময়ে ভারতীয় এই খেলোয়াড়কে বাদ দেওয়াটা ভুল হবে।

ভারতের হয়ে এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। দলে মূলত একজন অলরাউন্ডার। তিনি স্টুয়ার্ট বিনি। ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় কর্নাটকের প্রতিনিধিত্ব করছেন। রঞ্জিতে তাঁর রেকর্ডও ভাল। অলরাউন্ডারে ঠাসা কোনও দল বাছতে গেলে এই সময়ে ভারতীয় এই খেলোয়াড়কে বাদ দেওয়াটা ভুল হবে।

১২ ১৩
ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে বিনয় কুমার এই একাদশে অবশ্যই জায়গা পাবেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তিনি টেস্ট ম্যাচ, একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ সব স্তরেই খেলছেন। কেকেআর-এর হয়ে খেলার সময় সব ম্যাচে জায়গা না পেলেও সময় মতো নিজের কাজটা ভালই উতরেছেন। তাই বিনয় কুমারও থাকলেন বোলিং স্কোয়াডে।

ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে বিনয় কুমার এই একাদশে অবশ্যই জায়গা পাবেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তিনি টেস্ট ম্যাচ, একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ সব স্তরেই খেলছেন। কেকেআর-এর হয়ে খেলার সময় সব ম্যাচে জায়গা না পেলেও সময় মতো নিজের কাজটা ভালই উতরেছেন। তাই বিনয় কুমারও থাকলেন বোলিং স্কোয়াডে।

১৩ ১৩
টি-২০-তে তাঁর ইকনমি রেট ৭.৫৫। ১১টি ম্যাচে ১৯টি উইকেট পকেটে। তবু অবিক্রিত রয়ে গেলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। আমাদের এই একাদশে বোলিং ব্রিগেডকে শক্তিশালী করতে জাম্পার উপর অনেকটা দায়িত্ব স্বচ্ছ্বন্দে দেওয়াই যায়।

টি-২০-তে তাঁর ইকনমি রেট ৭.৫৫। ১১টি ম্যাচে ১৯টি উইকেট পকেটে। তবু অবিক্রিত রয়ে গেলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। আমাদের এই একাদশে বোলিং ব্রিগেডকে শক্তিশালী করতে জাম্পার উপর অনেকটা দায়িত্ব স্বচ্ছ্বন্দে দেওয়াই যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy