কার হাতে উঠবে আইপিএল? —ফাইল চিত্র।
জল্পনার অবসান। প্রকাশ্যে এল সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আইপিএলের সূচি। ১৯ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের মাধ্যমে শুরু এ বারের আইপিএল।
বুধবার ২৩ সেপ্টেম্বর সন্ধে সাড়ে সাতটায় আইপিএলে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। বিপক্ষে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআরের পরের ম্যাচগুলো হল— ২৬ সেপ্টেম্বর সন্ধে সাড়ে সাতটায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ৩০ সেপ্টেম্বর সন্ধে সাড়ে সাতটায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, ৩ অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, ৭ অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, ১০ অক্টোবর দুপুর সাড়ে তিনটেয় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে, ১২অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, ১৬ অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, ১৮ অক্টোবর দুপুর সাড়ে তিনটেয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, ২১ অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে, ২৪ অক্টোবর দুপুর সাড়ে তিনটেয় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, ২৬ অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে, ২৯ অক্টোবর সন্ধে সাড়ে সাতটায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে, ১ নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
১৯ সেপ্টেম্বর শুরু হয়ে আইপিএলের গ্রুপ পর্ব শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের পর ১০ নভেম্বর ফাইনাল।
আরও পড়ুন: স্যানিটাইজার দিয়ে বল পালিশ! নির্বাসিত অজি পেসার
আরও পড়ুন: ‘মাস্কটা পরে নিন’, রোনাল্ডোকে বললেন এক কর্মকর্তা, তার পর...
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি— ১৯ সেপ্টেম্বর মুম্বই-চেন্নাই। ২০ সেপ্টেম্বর দিল্লি-পঞ্জাব। ২১ সেপ্টেম্বর হায়দরাবাদ-ব্যাঙ্গালোর। ২২ সেপ্টেম্বর রাজস্থান-চেন্নাই। ২৩ সেপ্টেম্বর কলকাতা-মুম্বই। ২৪ সেপ্টেম্বর পঞ্জাব-ব্যাঙ্গালোর। ২৫ সেপ্টেম্বর চেন্নাই-দিল্লি। ২৬ সেপ্টেম্বর কলকাতা-হায়দরাবাদ। ২৭ সেপ্টেম্বর রাজস্থান-পঞ্জাব। ২৮ সেপ্টেম্বর ব্যাঙ্গালোর-মুম্বই। ২৯ সেপ্টেম্বর দিল্লি-হায়দরাবাদ। ৩০ সেপ্টেম্বর রাজস্থান-কলকাতা। ১ অক্টোবর পঞ্জাব-মুম্বই। ২ অক্টোবর চেন্নাই-হায়দরাবাদ। ৩ অক্টোবর ব্যাঙ্গালোর-রাজস্থান ও দিল্লি-কলকাতা। ৪ অক্টোবর মুম্বই-হায়দরাবাদ ও পঞ্জাব-চেন্নাই। ৫ অক্টোবর ব্যাঙ্গালোর-দিল্লি। ৬ অক্টোবর মুম্বই-রাজস্থান। ৭ অক্টোবর কলকাতা-চেন্নাই। ৮ অক্টোবর হায়দরাবাদ-পঞ্জাব। ৯ অক্টোবর রাজস্থান-দিল্লি। ১০ অক্টোবর পঞ্জাব-কলকাতা ও চেন্নাই-ব্যাঙ্গালোর। ১১ অক্টোবর হায়দরাবাদ-রাজস্থান ও মুম্বই-দিল্লি। ১২ অক্টোবর ব্যাঙ্গালোর-কলকাতা। ১৩ অক্টোবর হায়দরাবাদ-চেন্নাই। ১৪ অক্টোবর দিল্লি-রাজস্থান। ১৫ অক্টোবর ব্যাঙ্গালোর-পঞ্জাব। ১৬ অক্টোবর মুম্বই-কলকাতা। ১৭ অক্টোবর রাজস্থান-ব্যাঙ্গালোর ও দিল্লি-চেন্নাই। ১৮ অক্টোবর হায়দরাবাদ-কলকাতা ও মুম্বই-পঞ্জাব। ১৯ অক্টোবর চেন্নাই-রাজস্থান। ২০ অক্টোবর পঞ্জাব-দিল্লি। ২১ অক্টোবর কলকাতা-ব্যাঙ্গালোর। ২২ অক্টোবর রাজস্থান-হায়দরাবাদ। ২৩ অক্টোবর চেন্নাই-মুম্বই। ২৪ অক্টোবর কলকাতা-দিল্লি ও পঞ্জাব-হায়দরাবাদ। ২৫ অক্টোবর ব্যাঙ্গালোর-চেন্নাই ও রাজস্থান-মুম্বই। ২৬ অক্টোবর কলকাতা-পঞ্জাব। ২৭ অক্টোবর হায়দরাবাদ-দিল্লি। ২৮ অক্টোবর মুম্বই- ব্যাঙ্গালোর। ২৯ অক্টোবর চেন্নাই-কলকাতা। ৩০ অক্টোবর পঞ্জাব-রাজস্থান। ৩১ অক্টোবর দিল্লি-মুম্বই ও ব্যাঙ্গালোর-হায়দরাবাদ। ১ নভেম্বর চেন্নাই-পঞ্জাব ও কলকাতা-রাজস্থান। ২ নভেম্বর দিল্লি-ব্যাঙ্গালোর। ৩ নভেম্বর হায়দরাবাদ-মুম্বই।
শুধু রাউন্ড-রবিন পর্যায়ের সূচিই ঘোষণা করা হয়েছে। নকআউট পর্যায়ের ম্যাচের সুচি পরে জানানো হবে। দুবাই, আবু ধাবি ও শারজায় হবে যথাক্রমে ২৪টি, ২০টি ও ১২টি ম্যাচ।
#IPLSchedule is finally here 🔥
— KolkataKnightRiders (@KKRiders) September 6, 2020
We begin our #Dream11IPL campaign against @mipaltan on 23 September in Abu Dhabi (7:30 PM IST; 6:00 PM UAE)@IPL #KKR #HaiTaiyaar https://t.co/wIQgtxGNfq
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy