নতুন বিতর্কে ধোনি। ছবি টুইটার থেকে নেওয়া।
সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে দেশ জুড়ে চিন-বিরোধী আবহ এখনও জোরাল। এই কারণেই এক বছরের জন্য আইপিএলের স্পনসর থেকে সরে গিয়েছে চিনা মোবাইল সংস্থা ভিভো। আর এই পরিস্থিতিতেই আর এক চিনা মোবাইল সংস্থা ওপো-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মহেন্দ্র সিংহ ধোনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রশ্ন।
শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে টস করতে যাবেন ধোনি। তার ঠিক আগে চিনা মোবাইল সংস্থার সঙ্গে তাঁর চুক্তি জন্ম দিয়েছে বিতর্কের। সোশ্যাল মিডিয়ায় ওপো-র এক বিজ্ঞাপনে দেখা গিয়েছে ধোনিকে। যে ক্যাম্পেনে তাঁকে দেখা গিয়েছে, তার নাম ‘বি দ্য ইনফাইনাইট।’
ওপোর তরফ থেকে টুইটারে এক ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, “ক্রিকেট মাঠে যাঁকে আপনারা মিস করেন, সেই এমএস ধোনি সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্দীপ্ত করতে এসেছেন।” ২৪ সেপ্টেম্বর সব কিছু প্রকাশ্যে আসবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: সমর্থকদের চাপের মুখে অ্যানথেম বদল করল বিরাটের দল
আরও পড়ুন: নিয়মের গেরো! বাকিদের একদিন, কলকাতার তিন ক্রিকেটারকে নিভৃতবাসে থাকতে হবে ছ’দিন
ধোনি এই ব্যাপারে বলেছেন, “মানুষকে উদ্দীপ্ত করার এই প্রকল্পে থাকতে পেরে রোমাঞ্চিত। ওপোর সঙ্গে যুক্ত হওয়া আনন্দের ব্যাপার।” কিন্তু গালওয়ানের পর ধোনির এই চুক্তি অনেকের কাছেই বিস্ময়ের হয়ে উঠছে। তাছাড়া ধোনি ভারতীয় সেনার সঙ্গেও যুক্ত। তাই চিন সীমান্ত থেকে যখন মাঝে মাঝেই সেনা সংঘর্ষের খবর আসছে, তখন ধোনির এই চুক্তি মানতে পারছেন না নেটাগরিকদের বেশির ভাগই। একজন টুইট করেছেন, “এই খবর বিশ্বাসই করতে পারছি না।” একজন টুইট করেছেন, “ধোনির থেকে আর কী আশা করা যায়? লজ্জা!”
The man we’ve missed on the cricket field, the Captain Extraordinaire MS Dhoni is here to inspire us to fight all hindrances, get back on our feet and #BeTheInfinite with the new #OPPOReno4Pro. Get ready for the release of this emotional ride on 24th September! pic.twitter.com/TgQ97MpuoY
— OPPO India (@oppomobileindia) September 17, 2020
What else do you expect from Dhoni? After playing semis losing knock in wc, he used Army to revamp his tarnished image by going to some so called "training". Even after our soldiers giving their lives fighting for India against China, Dhoni still signed for Chinese brand. Shame!
— ABD (@abdevilliars123) September 17, 2020
Meanwhile when Indian Army is involved in a major stand-off in Eastern Ladakh with PLA (Chinese Army) Lt Col (Hony) Mahindra Singh Dhoni , 106 BATTALION TERRITORIAL ARMY (PARACHUTE REGIMENT) is promoting OPPO a major Chinese brand
— Shikhar Raj (@shikharraj005) September 17, 2020
Hope @adgpi and @NorthernComd_IA is watching. pic.twitter.com/xOTS3kBktC
Now, this is interesting. OPPO is teaming up with the ever amazing MS Dhoni to inspire millions of people to achieve their dreams and follow their passion as part of its #BeTheInfinite campaign. Dedication, hard work, & will power is all that it takes to achieve one's dreams. pic.twitter.com/o1ssw9u4v6
— Mukul Sharma (@stufflistings) September 17, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy