Advertisement
০১ জানুয়ারি ২০২৫
IPL 2020 Auction

রেকর্ড গড়ে কেকেআর-এ এলেন কামিন্স, নিলামে আকাশছোঁয়া দর উঠল অজি ক্রিকেটারদের

কোথায় দুর্বলতা, কোথায় শক্তি, তা বিচার করে সেই মতো স্কোয়াড গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। ফলে, নিলামের আগে প্রত্যেক ফ্যাঞ্চাইজির তরফেই থাকে প্রচুর হোমওয়ার্ক। থাকে অনেক অঙ্ক।

নিলামে কামিংস-মর্গ্যানকে নিয়ে খুশি কেকেআর শিবির। ছবি টুইটার থেকে নেওয়া।

নিলামে কামিংস-মর্গ্যানকে নিয়ে খুশি কেকেআর শিবির। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৯ ১৫:১৪
Share: Save:

প্যাট কামিংস ও ইওন মর্গ্যানকে নিয়ে ঘর গুছিয়ে ফেলল কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যে অজি পেসার কামিংসের জন্য দর উঠল ১৫ কোটি ৫০ লক্ষ টাকা। এর আগে কোনও বিদেশি ক্রিকেটারের নিলামে এত দাম ওঠেনি। আর ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মর্গ্যানের জন্য দর উঠল ৫ কোটি ২৫ লক্ষ টাকা। এই দু’জনেই এর আগেও কেকেআরের হয়ে খেলেছেন। এ ছাড়া বরুণ চক্রবর্তীকে কেকেআর নিল চার কোটি টাকায়।

কোথায় দুর্বলতা, কোথায় শক্তি, তা বিচার করে সেই মতো স্কোয়াড গুছিয়ে নেওয়ার এটাই শেষ সুযোগ। ফলে, নিলামের আগে প্রত্যেক ফ্যাঞ্চাইজির তরফেই ছিল প্রচুর হোমওয়ার্ক। ছিল অনেক অঙ্ক। কিন্তু তার পুরোটাই যে নিলামে সবসময় বাস্তবায়িত হবে তার নিশ্চয়তা থাকে না। এ বারের নিলামেও তাই হল। কোনও কোনও ক্রিকেটারের জন্য লড়াই হল অনেক। আবার কারও ক্ষেত্রে দর হাঁকাহাঁকির উত্তেজনা থাকল অনুপস্থিত।

তবু যে ফ্র্যাঞ্চাইজি বেশি টাকা নিয়ে নিলামে বসবে, তাদের কাঙ্খিত ক্রিকেটারকে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর সেদিক দিয়ে এগিয়ে ছিল কিংস ইলেভেন পঞ্জাব। ৪২.৯০ কোটি টাকা ছিল তাদের পকেটে। নিতে পারত নয়জনকে। তার মধ্যে বিদেশি চারজন। কলকাতা নাইট রাইডার্সের হাতেও ছিল ভাল টাকা। ৩৫.৬৫ কোটি টাকায় ১১জনকে নিতে পারত তারা। এর মধ্যে বিদেশির সংখ্যা চার। নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে বসল চেন্নাই সুপার কিংস (১৪.৬০ কোটি টাকা)। তারা নিতে পারত পাঁচজনকে।

• ১ কোটি টাকার বেস প্রাইসের টম কুরানকে তৃতীয় বারে নিল রাজস্থান রয়্যালস।

• ইসুরু উদানাকে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে নিল আরসিবি।

• নিখিল নায়ককে নিল কেকেআর। ২০ লক্ষ টাকার বেস প্রাইসেই।

• প্রথম দু’বারে কেউ নেয়নি। তৃতীয় বারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিল ডেল স্টেনকে। বেস প্রাইস দুই কোটি টাকাতেই নেওয়া হল তাঁকে।

• মার্কাস স্টোয়নিস প্রথম বারে আনসোল্ড ছিলেন। দ্বিতীয় বারে বেস প্রাইস ১ কোটি টাকা থেকে দর উঠল চার কোটি ৮০ লক্ষ টাকা। তাঁকে নিল দিল্লি ক্যাপিটালস।

• দ্বিতীয় বার নিলামে উঠেও আনসোল্ড ডেল স্টেন, কুসল পেরেরা।

• মোহিত শর্মাকে নিল দিল্লি ক্যাপিটালস, ৫০ লক্ষ টাকায়।

• কেসরিক উইলিয়ামস আনসোল্ড থাকলেন।

• প্রভীন তাম্বেকে নিল কেকেআর। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতে।

• ম্যাট হেনরি, ওশানে থমাস আনসোল্ড রইলেন।

• কেন রিচার্ডসনকে নিয়ে লড়াইয়ে জিতল আরসিবি। বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা। দর উঠল ৪ কোটি টাকা।

• তিন কোটি টাকায় ক্রিস জর্ডন গেলেন কিংস ইলেভেন পঞ্জাবে।

• টম কুরান, জেসন হোল্ডার আনসোল্ড থাকলেন।

• এক কোটি টাকায় টম ব্যান্টনকে নিল কেকেআর।

• জোশ ফিলিপ ব্যাঙ্গালোরে, মহসিন খান মুম্বইয়ে। দু’জনেই ২০ লক্ষ টাকার বেস প্রাইসে।

• ক্রিস গ্রিনকে নিল কেকেআর। বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই।

• সন্দীপ বাভানকা ২০ লক্ষ টাকায় গেলেন সানরাইজার্সে।

• জোশ হ্যাজলেউড দুই কোটি টাকায় গেলেন চেন্নাই সুপার কিংসে।

• মুস্তাফিজুর রহমান, মার্ক উড, আলজারি জোসেফ থাকলেন আনসোল্ড।

• নিশামকে ৫০ লক্ষ টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• আন্দিলে ফেহলুকায়ো, কলিন মুনরো, ঋষি ধাওয়ান, বেন কাটিং আনসোল্ড থাকলেন।

• মিচেল মার্শকে দুই কোটি টাকায় নিল সানরাইজার্স।

• মার্কাস স্টোয়নিস থাকলেন আনসোল্ড।

• কলিন ইনগ্রাম, মার্টিন গাপ্টিল, কার্লোস ব্রাথওয়েট থাকলেন আনসোল্ড।

• মনোজ তিওয়ারি থাকলেন আনসোল্ড।

• সৌরভ তিওয়ারিকে ৫০ লক্ষ টাকায় নিল মুম্বই ইন্ডিয়ান্স।

• ডেভিড মিলারকে ৭৫ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস।

• ইভিন লুইস থাকলেন আনসোল্ড।

• শিমরন হেটমায়ারের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁকে ৭.৭৫ কোটিতে নিল দিল্লি ক্যাপিটালস।

• ১৪ বছর বয়সি নুর আহমেদ আনসোল্ড থাকলেন।

• ২০ লক্ষ টাকা বেস প্রাইসের রবি বিষ্ণোইকে দুই কোটিতে নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• এম সিদ্ধার্থকে ২০ লক্ষ টাকায় নিল কলকাতা।

• বাংলার ঈশান পোড়েলকে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• কার্তিক ত্যাগীকে ১.৩০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস।

• আকাশ সিংহকে ২০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস।

• কে এস ভরত আনসোল্ড থাকলেন।

• অনুজ রাওয়াতকে ৮০ লক্ষ টাকায় নিল রাজস্থান রয়্যালস।

• যশস্বী জয়সওয়ালের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ২.৪০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস।

• বরুণ চক্রবর্তীকে ৪ কোটি টাকায় নিল কলকাতা। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা।

• দীপক হুডাকে ৫০ লক্ষ টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• প্রিয়ম গর্গের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.৯০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ।

• বিরাট সিংয়ের বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে ১.৯০ কোটি টাকায় নিল সানরাইজার্স হায়দরাবাদ।

• রাহুল ত্রিপাঠিকে ৬০ লক্ষ টাকায় নিল কলকাতা।

• ইশ সোধি, অ্যাডাম জাম্পা, হেডেন ওয়ালশ জুনিয়র— তিন লেগস্পিনারই আনসোল্ড থাকলেন।

• ৬.৭৫ কোটি টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন পীযূষ চাওলা।

• শেলডন কটরেলের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তাঁর দর উঠল ৮.৫০ কোটি টাকা। নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• টিম সাউদি আনসোল্ড থাকলেন।

• অস্ট্রেলিয়ার পেসার নেথান কুল্টার নাইলের দর উঠল আট কোটি টাকা। নিল মুম্বই ইন্ডিয়ান্স। বেস প্রাইস ছিল এক কোটি টাকা।

• জয়দেব উনাদকাটের দর উঠল তিন কোটি টাকা। তাঁকে নিল রাজস্থান রয়্যালস। বেস প্রাইস ছিল এক কোটি টাকা।

• ডেল স্টেইন আনসোল্ড।

• শেই হোপ আনসোল্ড।

• মুশফিকুর রহিম আনসোল্ড থাকলেন।

• হেইনরিখ ক্লাসেন আনসোল্ড থাকলেন।

• ব্রেকের পর প্রথম উঠলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। তাঁকে দুই কোটি ৪০ লক্ষ টাকায় নিল দিল্লি ক্যাপিটালস।

• ক্রিস মরিসকে ১০ কোটি টাকায় নিল আরসিবি। বেস প্রাইস ছিল ১.৫০ কোটি টাকা।

• স্যাম কুরানকে ৫.৫০ কোটি টাকায় নিল চেন্নাই সুপার কিংস।

• ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিংসকে নিল কলকাতা। ফের কেকেআরে এলেন তিনি।

• ক্রিস ওকসকে ১.৫ কোটি টাকায় নিল দিল্লি ক্যাপিটালস।

• ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে নিল কিংস ইলেভেন পঞ্জাব।

• অ্যারন ফিঞ্চকে নিল আরসিবি। বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। ৪ কোটি ৪০ লক্ষ টাকায় নিল কোহালির দল।

• জেসন রয়কে ১.৫ কোটি টাকায় নিল দিল্লি।

• হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা আনসোল্ড থাকলেন।

• রবিন উথাপ্পাকে নিল রাজস্থান রয়্যালস। ১.৫ কোটি টাকা বেস প্রাইস ছিল তাঁর। তিন কোটি টাকা দর উঠল তাঁর।

• ইওন মর্গ্যানকে নিল কলকাতা। পাঁচ কোটি ২৫ লক্ষ টাকায় নেওয়া হল তাঁকে। বেস প্রাইস ছিল দুই কোটি টাকা।

• প্রথমে নিলাম উঠলেন ক্রিস লিন। তাঁকে বেস প্রাইস দুই কোটি টাকাতেই নিল মুম্বই ইন্ডিয়ান্স।

• শুরু হল নিলাম। প্রথমে বক্তব্য রাখলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

অন্য বিষয়গুলি:

IPL 2020 IPL KKR CSK IPL 2020 Auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy