শিখর ধওয়ন। একার হাতেই কার্যত শেষ করে দিলেন ঘরের মাঠে কেকেআরের স্বপ্ন। অল্পের জন্য শতরান পেলেন না। কিন্তু, বিশ্বকাপের আগে ভারতের বাঁহাতি ওপেনারটি যে কাব্যিক ইনিংস খেললেন, তাতে ইংল্যান্ডের পরিবেশে বিপক্ষের রক্তচাপ বাড়তেই পারে। যাই হোক, একদিকে শিখরের ইনিংস, অন্য দিকে নারাইনের অভাব ফের প্রমাণ হল ইডেন আগে মহারাজের, পরে বাদশার। দেখে নেওয়া যাক ইডেনে কেকেআরের হারের কিছু কারণ।