পর পর দুই ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে ইডেনে ফের এক চোখ ধাঁধানো ম্যাচের সাক্ষী থাকলেন কেকেআর ভক্তরা। ১২তম আইপিএলের দ্বিতীয় ম্যাচেও জয়ী হল নাইটবাহিনী। কী কী কারণে জয় পেল নাইটরা?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০৮:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পর পর দুই ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বুধবার রাতে ইডেনে ফের এক চোখ ধাঁধানো ম্যাচের সাক্ষী থাকলেন কেকেআর ভক্তরা। ১২তম আইপিএলের দ্বিতীয় ম্যাচেও জয়ী হল নাইটবাহিনী। কী কী কারণে জয় পেল নাইটরা?
০২১২
নাইটদের জয়ের অন্যতম কারণ ফের আন্দ্রে রাসেল। ১৭ বলে দুর্ধর্ষ ৪৮ রান পঞ্জাবের সামনে বিপুল টার্গেট তৈরি করে দিয়েছিল।
০৩১২
ব্যাট হাতে ৪৮ রান করার পাশাপাশি ২১ রানে দুটো উইকেটও তুলে নিলেন রাসেল।
মহম্মদ শামির বলে বোল্ড হন রাসেল। শাহরুখ দু’ হাত বুকের কাছে জড়ো করে টেনশনে চুপ করে গিয়েছিলেন। আম্পায়ার ‘নো বল’ বলতেই লাফিয়ে ওঠেন তিনি। ম্যাচের টার্নিং পয়েন্ট সেটাই।
০৬১২
নেতৃত্ব দিতে গিয়ে এ দিন ভুল করেন অশ্বিন। ১৬.৬ ওভারে মহম্মদ শামির বলে বোল্ড হন আন্দ্রে রাসেল। তখন তাঁর রান ছিল তিন। কিন্তু আম্পায়ার রাসেলকে অপেক্ষা করতে বলেন। কারণ, আম্পায়ার দেখেন ৩০ গজের বৃত্তের মধ্যে মাত্র তিন জন ফিল্ডার। নিয়ম অনুযায়ী থাকার কথা ছিল চার ফিল্ডারের।
০৭১২
সুনীল নারাইন দ্বিতীয় ওভারেই বরুণ চক্রবর্তীর বলে তুলে নিয়েছিলেন ২৫ রান। তিনটি ছক্কা, একটি চার। ৯ বলে ২৪ রান করেন তিনি।
০৮১২
৫০ বলে ৬৭ রান করেন রবীন উথাপ্পা। তিনিও জয়ের অন্যতম নায়ক তো বটেই।
০৯১২
৩৪ বলে ৬৩ রান করেন নীতীশ রাণা। ধারাবাহিকতা বজায় রাখাও জয়ের একটা বড় কারণ।
১০১২
দুই ওপেনার ক্রিস লিন ও নারিন ক্রিজে বেশি ক্ষণ টেকেননি। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন উথাপ্পা-রাণা জুটি। তাঁদের কাঁধে ভর করেই বড় রান তুলতে পেরেছে কেকেআর।
১১১২
বিশাল টার্গেটের সামনে প্রয়োজন ছিল একটা ভাল শুরু। কিন্তু রাহুলকে ফার্গুসন এবং গেলকে রাসেল ফিরিয়ে ম্যাচের ভাগ্য অনেকটাই নিশ্চিত করেন।
১২১২
মিলার ও ময়াঙ্কের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে ম্যাচে আস্তে আস্তে ফিরতে শুরু করেছিল পঞ্জাব। কিন্তু এর পরে ক্রিজে জাঁকিয়ে বসা ময়াঙ্ক আগরওয়ালকে ফেরান পীযূষ চাওলা।