IPL 2019: Probable eleven of Kolkata Knight Riders against Sunrisers Hyderabad dgtl
IPL 2019
বাদ উথাপ্পা-কুলদীপ? দেখে নিন নাইটদের সম্ভাব্য একাদশ
একের পর এক হার, কিছুতেই জয়ের মুখ দেখতে পাচ্ছে না নাইট বাহিনী। বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ খেলা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ০৭:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
একের পর এক হার, কিছুতেই জয়ের মুখ দেখতে পাচ্ছে না নাইট বাহিনী। বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ খেলা সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে। ঘরের মাঠ রাজীব গাঁধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামছে এসআরএইচ। আজ কেকেআরে পরিবর্তন অবশ্যম্ভাবী। দলে কারা আসতে পারেন আজ?
০২১২
এগারো নম্বরে থাকতে পারেন হ্যারি গার্নি। হায়দরাবাদের পিচে গার্নিই আজ পার্থক্য গড়ে দিতে পারেন। তাঁর স্লো বলের হদিশ পাওয়াও মুশকিল।
০৩১২
দশ নম্বরে থাকার কথা প্রসিদ্ধ কৃষ্ণের। আগের চেয়ে অনেক ভাল বল করছেন। গতি আর মানসিকতার জন্য নজর কেড়েছেন তিনি।
০৪১২
দলের সেরা স্পিনার চায়নাম্যান কুলদীপ যাদব এখন জীবনের সবচেয়ে খারাপ ফর্মে রয়েছেন, ছিটেফোঁটা আত্মবিশ্বাস না থাকায় তাঁর বদলে বেঙ্গালুরুর ছেলে কে সি কারিয়াপ্পাকে সুযোগ দেওয়া হতে পারে। রহস্যময় এই স্পিনারের বল বুঝতে এক সময় সমস্যা হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনি, গৌতম গম্ভীরদেরও।
০৫১২
আট নম্বরে নামার কথা পীযূষ চাওলার। তাঁর গুগলি সামলাতে ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হয়েছে গত ম্যাচগুলিতে।
০৬১২
সাত নম্বরে নামতে পারেন আন্দ্রে রাসেল। একের পর এক ম্যাচে নাইটদের সম্মান বাঁচাচ্ছেন তিনি। গত ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স ছিল তাঁর। প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরের দিকেও আসতে পারেন তিনি।
০৭১২
ছয় নম্বরে থাকতে পারেন শুভমন গিল। মিডল অর্ডার আরও বেশি শক্তিশালী হবে তিনি থাকলে। মাথা ঠান্ডা হওয়ায় বিপক্ষের বোলাররা স্ট্র্যাটেজি বুঝতে পারেন না শুভমনের।
০৮১২
পাঁচ নম্বরে নামার কথা অধিনায়ক দীনেশ কার্তিকের। হায়দরাবাদকে চাপে ফেলতে দীনেশের শীতল মস্তিষ্ক কাজে লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়াও উইকেটকিপার-ব্যাটসম্যান দলের বড় ভরসা।
০৯১২
রবীন উথাপ্পার পারফম্যান্স ভাল ছিল না আরসিবির বিরুদ্ধে, তাই বাদ পড়তে পারেন বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে চার নম্বরে নামতে পারেন রিঙ্কু সিংহ। প্রয়োজনে দ্রুত রান তুলতে পারেন তিনি। আলিগড়ের বছর কুড়ির এই ক্রিকেটার ঝোড়ো ইনিংসে দক্ষ, এমনটাই মনে করেন জ্যাক কালিসও।
১০১২
তিন নম্বরে নামতে পারেন নীতীশ রাণা। তিনি ব্যর্থ হলে দল সমস্যায় পড়েছে। মাথা ঠান্ডা হওয়ায় হায়দরাবাদের বোলারদের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখেন, প্রয়োজনে নারাইনের বদলে তিনি ওপেন করতেও পারেন।
১১১২
দু’ নম্বরেই সুনীল নারাইনকে খেলানোর চেষ্টা করবে দল। তিনি থাকলে ঝোড়ো ইনিংসে বিপক্ষের বোলারদের ভয় পাওয়াতে পারবেন বলেই আশা নাইটদের। এ ছাড়াও স্পিনার হিসাবেও তিনি যথেষ্ট দক্ষ।
১২১২
আজকের ম্যাচে ওপেন করার কথা ক্রিস লিনেরই। লিন ও নারাইনের ওপেনিং জুটি পাওয়ারপ্লেতে ঝড় তুলে দিলে তুলনামূলকভাবে অনেকটাই এগিয়ে থাকবে নাইট রাইডার্স।