IPL 2019: Kolkata Knight Riders' strongest possible playing XI dgtl
Kolkata Knight Riders
এ বারের আইপিএল-এ নাইটদের সেরা একাদশ কেমন হতে পারে জানেন
নিলাম পর্ব মিটে গিয়েছে। নিজেদের পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে প্রতিটি দলই। সেই মতো বেশ কিছু নতুন মুখ এসেছে নাইটদের দলেও। রয়েছেন পুরনোরাও। দেখে নেওয়া যাক কেমন হতে পারে নাইটদের সেরা একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১১:১২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
নিলাম পর্ব মিটে গিয়েছে। নিজেদের পছন্দের ক্রিকেটারদের কিনে নিয়েছে প্রতিটি দলই। সেই মতো বেশ কিছু নতুন মুখ এসেছে নাইটদের দলেও। রয়েছেন পুরনোরাও। দেখে নেওয়া যাক কেমন হতে পারে নাইটদের সেরা একাদশ।
০২১২
ক্রিস লিন: ওপেনার হিসেবে দলে থাকছেন ক্রিস লিন। শুরুতেই দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে।
০৩১২
সুনীল নারাইন: মূলত বোলার হলেও, নাইটদের হয়ে ওপেন করছেন। দ্রুত রান করার ক্ষমতা রয়েছে। পাশাপাশি নারাইনের বোলিং ক্ষমতা নিয়ে কোনও প্রশ্নই নেই।
০৪১২
রবিন উথাপ্পা: টি২০ পক্ষে আদর্শ ক্রিকেটার। যদিও বর্তমানে ভারতীয় দলে সুযোগ নেই। আইপিএলকে সামনে রেখে জাতীয় দলে ঢোকার চেষ্টা করবেন।
০৫১২
নীতীশ রাণা: তরুণ প্রতিভাবান ক্রিকেটার হিসেবে নজর কেড়েছিলেন গত আইপিএল-এ। এ বারও রাণার দিকে তাকিয়ে থাকবে দল।
০৬১২
শুভমন গিল: অনুর্ধ্ব ১৯-এর এই ক্রিকেটার কেকেআর-এর বড় সম্পদ। জাতীয় নির্বাচকদের নজরও রয়েছে তাঁর দিকে।
০৭১২
দীনেশ কার্তিক: এই মুহূর্তে টি২০তে অন্যতম সেরা ক্রিকেটার। জাতীয় দলের পাশাপাশি নাইটেদের অন্যতম প্রধান ভরসা বলা চলে।
০৮১২
আন্দ্রে রাসেল: ফর্মে থাকলে যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। বল-ব্যাট দু’ক্ষেত্রেই সমান দক্ষ।
০৯১২
কুলদীপ যাদব: বাঁ হাতি স্পিনারটি দলের সম্পদ। জাতীয় দলের পাশাপাশি নাইটদের সাফল্যের অন্যতম কাণ্ডারী হয়ে উঠতে পারেন।
১০১২
পীযূষ চাওলা: বর্তমানে ভারতীয় দলে সুযোগ নেই। জাতীয় দলে ঢোকার জন্য আইপিএল-এ সফল হতেই হবে।
১১১২
লোকি ফার্গুসন: নিউজিল্যান্ডের লোকি ফার্গুসন এ বার নাইট দলের নয়া সদস্য। লোকি দলে থাকায় নাইটদের বোলিংয়ে বৈচিত্র আসবে।
১২১২
শিবম মাভি: আগের বার থেকেই শিবমের দিকে নজর ছিল। এ বারও ভাল পারফরম্যান্স জাতীয় দলের সুযোগ বৃদ্ধি করতে পারে।