আগমন: কেকেআরের বিরুদ্ধে খেলতে কলকাতায় এলেন ঋষভ পন্থ (বাঁ দিকে) ও পৃথ্বী শ । ছবি: সুদীপ্ত ভৌমিক
এখনও চার দিন বাকি, তার আগেই হুঙ্কারের সুর দিল্লি ক্যাপিটালস শিবিরে। পেসার-অলরাউন্ডার ক্রিস মরিস জানিয়ে দিলেন, ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁদের দলের।
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চার উইকেটে জেতার পরে লিগ তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে দিল্লি। ছয় ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছয়। আরসিবি-কে চিন্নাস্বামী স্টেডিয়ামে হারানোর পরে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দিল্লির দলটি। তাই ইডেনে কেকেআরকে হারানোর স্বপ্নও দেখতে শুরু করেছে শ্রেয়স আইয়ারদের শিবির। রবিবার ম্যাচের শেষে মরিস বলেছেন, ‘‘কেকেআর দারুণ ছন্দে রয়েছে। ওদের দলে ম্যাচউইনারের সংখ্যা প্রচুর। তবে কেকেআর ম্যাচের আগে আমরা চার দিন সময় পাচ্ছি। ভাল করে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে মাঠে নামতে পারব।’’
যে কোনও সফরকারী দলের কাছে ইডেনে কেকেআরকে হারানো বেশ কঠিন। কারণ, ৬৫ হাজার দর্শকের সমর্থন আরও আগ্রাসী করে দেয় দীনেশ কার্তিকের দলকে। মরসুম শুরু হওয়ার আগেই নাইট কোচ জাক কালিস বলেছিলেন, ‘‘ইডেনের দর্শক আমাদের ১২ নম্বর ক্রিকেটার।’’ কিন্তু দিল্লি বনাম কেকেআর ম্যাচে সমর্থকদের মধ্যে বিভাজনও দেখা যেতে পারে। কারণ, দিল্লির উপদেষ্টা হিসেবে বিপক্ষ ডাগ-আউটে বসে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মরিস হয়তো সেই পরিস্থিতি আন্দাজ করে বলে দিয়েছেন, ‘‘সফরকারী দলের জন্য ইডেনে ম্যাচ জেতা কঠিন ঠিকই, কিন্তু দল হিসেবে ওদের কঠিন পরীক্ষার সামনে ফেলতে আমরা প্রস্তুত। সব কিছু ঠিক থাকলে, ওদের বিরুদ্ধে জিততেও পারি।’’
দিল্লির তিনটি জয়ের মধ্যে একটি কেকেআরের বিরুদ্ধে। ফিরোজ শাহ কোটলায় শাহরুখ খানের দলকে অনায়াসে হারানোর সুযোগ ছিল মরিসদের। কিন্তু সে ম্যাচ সুপার ওভার পর্যন্ত গড়ায়। রাবাডার বিষাক্ত ইয়র্কারে আন্দ্রে রাসেলের স্টাম্প ছিটকে না গেলে ফলও অন্য রকম হতে পারত। মরিস অবশ্য বলছেন, ‘‘কেন সুপার ওভার পর্যন্ত ম্যাচ গড়াল সে বিষয়ে আমরা খতিয়ে দেখব। চার দিন সময় পাচ্ছি, সব ভুল শুধরে আগামী ম্যাচের জন্য প্রস্তুত হব।’’
বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ দলের পেসার। তিনি নিজেও শেষ ম্যাচে দুই উইকেট নেন। মরিস বলে গেলেন, ‘‘পরিকল্পনা অনুযায়ী বল করছে আমাদের বোলাররা। যতটা দায়িত্ব দেওয়া হয়েছে, তার পুরোটাই পালন করছে আমাদের বোলাররা। বিশেষ করে মিডল ও ডেথ ওভারে দুরন্ত বল করে গিয়েছে ওরা। সেটাই দলকে আরও চাগিয়ে দিয়েছে।’’ যোগ করেন, ‘‘নিজের পারফরম্যান্স নিয়েও আমি যথেষ্ট সন্তুষ্ট। দায়িত্ব সম্পর্কে আমি ওয়াকিবহাল। তাই অসুবিধা হচ্ছে না। সব দলেরই ভাল ও খারাপ সময় আসে। আমাদের হয়তো ভাল সময় আসতে শুরু করেছে।’’
সোমবার রাতেই কলকাতায় পৌঁছেছে দিল্লি। মঙ্গলবার থেকে কাগিসো রাবাডারা অনুশীলন শুরু করে দেবেন ইডেনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy