Advertisement
১৯ নভেম্বর ২০২৪
শেষের খেলায় এখনও রাজা

দাদার দিল্লি স্টাম্পড ধোনি

স্কোরবোর্ডে কমপক্ষে রাখো ১৫০-১৬০ রান। তার পরেই বল তুলে দাও হরভজন সিংহ, ইমরান তাহিরের হাতে। প্রতিপক্ষ হার মানতে বাধ্য। বুধবার সেই ছবি আবারও ফিরল।

নায়ক: শেষের দিকে ফের বিধ্বংসী মেজাজে। ২২ বলে ৪৪ রান করে চেন্নাইয়ের জয়ে সেরা ধোনি। পিটিআই

নায়ক: শেষের দিকে ফের বিধ্বংসী মেজাজে। ২২ বলে ৪৪ রান করে চেন্নাইয়ের জয়ে সেরা ধোনি। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ মে ২০১৯ ০১:১৭
Share: Save:

অসুস্থতা কাটিয়ে তিনি ফিরলেন মাঠে। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের এক নম্বরে ফের পৌঁছে গেল চেন্নাই সুপার কিংস।

বুধবারের চিদম্বরম স্টেডিয়াম আরও একবার মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে উল্লাসে মাতোয়ারা। ঘরের মাঠে জয় ধরে রাখতে সিএসকে অধিনায়কের ফর্মুলা অত্যন্ত সরল। স্কোরবোর্ডে কমপক্ষে রাখো ১৫০-১৬০ রান। তার পরেই বল তুলে দাও হরভজন সিংহ, ইমরান তাহিরের হাতে। প্রতিপক্ষ হার মানতে বাধ্য। বুধবার সেই ছবি আবারও ফিরল। সেই ঘূর্ণিতেই আত্মসমর্পণ দিল্লি ক্যাপিটালসের।

বিশ্বকাপের আগে আচমকা কোমরের চোট এবং পরে জ্বরে আক্রান্ত সিএসকে অধিনায়কের মাঠের বাইরে থাকা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল সমর্থকদের মনে, সেটাও নিমেষে উধাও হয়ে গেল বুধবারই। তাঁর ২২ বলে অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংস দেখার পরে সেই অস্বস্তিও কেটে গেল। মারলেন চারটি বাউন্ডারি এবং এবং তিনটি ছয়। স্ট্রাইক রেট ২০০.০০। এবং তার পরে দেখা গেল সেই অবিশ্বাস্য উইকেটকিপিং। শ্রেয়স আইয়ার, ক্রিস মরিস এবং অমিত মিশ্রের পা সামান্য উঠতেই ধোনি ভেঙে দিলেন উইকেট। চেন্নাই এক্সপ্রেসের গতির সঙ্গে পাল্লা দিতে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রিকি পন্টিংয়ের দিল্লি মুখ থুবড়ে পড়ল মাত্র ৯৯ রানেই। তারই সঙ্গে যুক্ত হচ্ছে আরও একটি তথ্য। এ দিন সিএসকে বোলাররা কোনও অতিরিক্ত রান দেননি!

ম্যাচের পরে সিএসকে অধিনায়ক বলেছেন, ‘‘আমার কাছে ব্যাপারটা নতুন নয়। উইকেটে অপেক্ষা করে বাজে বলকে আক্রমণ করতে হবে, সেই ভাবনা নিয়েই ব্যাটিং করেছি। এই ধরনের ম্যাচে খেলায় বৈচিত্র না আনতে পারলে জয় নিশ্চিত করা যায় না। আমার সুবিধা হয়েছিল ১০-১৫টা বল আগেই খেলে নিয়েছিলাম।’’ এ দিন তিনটি স্টাম্পিং নিয়ে ধোনির মন্তব্য, ‘‘টেনিস বলে ক্রিকেট খেলে স্টাম্পিং অনেক শক্তিশালী হয়েছে। তবে উইকেটকিপিংয়ের প্রাথমিক ব্যাপারটা থেকে সরে এলে চলবে না।’’

স্কোরকার্ড
চেন্নাই সুপার কিংস ১৭৯-৪ (২০)
দিল্লি ক্যাপিটালস ৯৯ (১৬.২)

চেন্নাই সুপার কিংস
ডুপ্লেসি ক ধওয়ন বো অক্ষর ৩৯•৪১
ওয়াটসন ক অক্ষর বো সূচিত ০•৯
রায়না ক ধওয়ন বো সূচিত ৫৯•৩৭
ধোনি ন. আ. ৪৪•২২
জাডেজা ক ও বো মরিস ২৫•১০
রায়ডু ন. আ. ৫•২
অতিরিক্ত ৭
মোট ১৭৯-৪ (২০)
পতন: ১-৪ (ওয়াটসন, ৩.২), ২-৮৭ (ডুপ্লেিস, ১৩.৩) ৩-১০২ (রায়না, ১৪.৫), ৪-১৪৫ (জাডেজা ১৮.৩)।
বোলিং: ট্রেন্ট বোল্ট ৪-০-৩৭-০, জগদীশ সূচিত ৪-০-২৮-২, ক্রিস মরিস ৪-০-৪৭-১, অক্ষর পটেল ৩-০-৩১-১, অমিত মিশ্র ৩-০-১৬-০, শেরফানে রাদারফোর্ড ২-০-১৯-০।

দিল্লি ক্যাপিটালস
পৃথ্বী শ ক রায়না বো চাহার ৪•৫
শিখর ধওয়ন বো হরভজন ১৯•১৩
শ্রেয়স স্টা. ধোনি বো জাডেজা ৪৪•৩১ ঋষভ ক ব্র্যাভো বো তাহির ৫•৩
ইনগ্রাম এলবিডব্লিউ বো ডাজেডা ১•৫
অক্ষর ক ওয়াটসন বো তাহির ৯•৯
রাদারফোর্ড ক চাহার বো তাহির ২•৪ মরিস স্টা. ধোনি বো জাডেজা ০•১
সূচিত রান আউট ৬•১৫
অমিত ক ধোনি বো তাহির ৮•১১
বোল্ট ন. আ. ১•১
অতিরিক্ত ০
মোট ৯৯ (১৬.২)
পতন: ১-৪ (পৃথ্বী, ০.৫), ২-৫২ (ধওয়ন, ৫.৩), ৩-৬৩ (ঋষভ, ৬.২), ৪-৬৬ (ইনগ্রাম, ৭.৪), ৫-৮১ (অক্ষর, ১০.২), ৬-৮৩ (রাদারফোর্ড, ১০.৬), ৭-৮৪ (মরিস, ১১.৪), ৮-৮৫ (শ্রেয়স, ১১.৬), ৯-৯২ (সূচিত, ১৫.২), ১০-৯৯ (অমিত, ১৬.২)।
বোলিং: দীপক চাহার ৩-০-৩২-১, হরভজন সিংহ ৪-০-২৮-১, ইমরান তাহির ৩.২-০-১২-৪, রবীন্দ্র জাডেজা ৩-০-৯-৩, ডোয়েন ব্র্যাভো ৩-০-১৮-০।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy