যাঁদের বোলিংয়ে ভর করে আইপিএল জয়ের স্বপ্ন দেখছে নাইট রাইডার্স
নাইটদের প্রধান শক্তি বোলিং। প্রতি বারই স্পিনের পাশাপাশি পেস বোলারদের নির্ভর করে দল গঠন করে কেকেআর। ব্যতিক্রম হয়নি এ বারও। আর কিছুদিন বাকি আইপিএলের। তার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক নাইটদের বোলিং শক্তির দিকে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ১৩:৩২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
নাইটদের প্রধান শক্তি বোলিং। প্রতি বারই স্পিনের পাশাপাশি পেস বোলারদের নির্ভর করে দল গঠন করে কেকেআর। ব্যতিক্রম হয়নি এ বারও। আর কিছুদিন বাকি আইপিএলের। তার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক নাইটদের বোলিং শক্তির দিকে।
০২১৫
আন্দ্রে রাসেল: টি২০-র অন্যতম ভয়ঙ্কর ক্রিকেটার। বল-ব্যাট দু’য়েতেই সমান দক্ষ। যে কোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। গত আইপিএল-এ ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৩টি উইকেট।
০৩১৫
পীযূষ চাওলা: বিশেষজ্ঞদের ধারণা এই লেগ স্পিনার বড় ভূমিকা নেবেন আইপিএলের ম্যাচে। বলের পাশাপাশি ব্যাট হাতেও দক্ষতা দেখাতে পারেন তিনি। গত বারে ১৪টি উইকেট পেয়েছিলেন তিনি।
০৪১৫
সুনীল নারিন: ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারটি কেকেআর-এর বড় সম্পদ। বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা নিতে দেখা যায় তাঁকে। গত বার ১৬টি ম্যাচে ৩৫৭ রানে করেছিলেন, নিয়েছিলেন ১৭টি উইকেট।
০৫১৫
কুলদীপ যাদব: শুধু কেকেআর নয়, এই মুহূর্তে ভারতীয় দলের বোলিং সম্পদ। ২০১৮-এর আইপিএল-এ ১৬ ম্যাচে ১৭টি উইকেট দখল করেছিলেন।
০৬১৫
কমলেশ নাগারকোটি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার কমলেশ। জয়পুরের ১৮ বছরের ছেলেটির হাত থেকে প্রায়ই ১৪৫-১৫০ কিমি গতিতে বল বেরোতে দেখে অবাক হয়ে গিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা, সৌরভ গঙ্গোপাধ্যায়-রা। গত বার চোটের জন্য খেলতে পারেননি। এ বারে তাঁর কাছে থেকে ভাল কিছু আশা করবে নাইটরা।
জো ডেনলি: গত বছর টি ২০ লিগে বেশ চমক সৃষ্টি করেছিলেন। ভিটালিটি ব্লাস্ট -এ গত বছর করেছিলেন ৪০৯ রান। স্ট্রাইক রেট ১৪৫-এর উপর। অন্যতম সেরা উইকেট সংগ্রহকারীও ছিলেন তিনি। বল-ব্যাট উভয় দিক থেকে দলের পক্ষে কার্যকর ভূমিকা নিতে পারেন।
০৯১৫
শ্রীকান্ত মুন্ডে: অলরাউন্ডার ক্রিকেটার হিসাবে ২০ লক্ষ টাকার চুক্তিতে দলে এলেন শ্রীকান্ত মুন্ডে। মহারাষ্ট্রের এই মিডিয়াম পেসারটির বয়স ৩০ বছর।
১০১৫
অ্যানরিচ নর্তিয়ে: আসন্ন আইপিএলে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিচ নর্তিয়েকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কলকাতা। বোলিংয়ে বিকল্প বাছতে সুবিধা হবে বলেই অ্যানরিচকে দলে নেওয়া বলে মত বিশেষজ্ঞদের।
১১১৫
হ্যারি গার্নে: ইংল্যান্ড জাতীয় দলের সদস্য হ্যারি গার্নেকে নেওয়ার ফলে বোলিং শক্তিতে বৈচিত্র আসবে কলকাতা নাইট রাইডার্সের। বোলিংয়ের পাশাপাশি হ্যারির ব্যাটিং হাতটাও ভাল।
১২১৫
লকি ফার্গুসন: নিউজিল্যান্ডের লকি ফার্গুসন এ বার নাইট দলের নয়া সদস্য। নিউজিল্যান্ডের এই ডান হাতি বোলারটি দেশের হয়ে একদিনের ম্যাচে নজর কেড়েছেন।
১৩১৫
ইয়ারা পৃথ্বীরাজ: এ বার এই দলে যোগ দিয়েছেন ইয়ারা পৃথ্বীরাজ। অন্ধ্রের হয়ে রঞ্জি খেলায় প্রথম নজরে আসেন তিনি। বাঁ হাতি এই পেসারকে ২০ লক্ষ দিয়ে দলে নিয়েছে কলকাতা।
১৪১৫
কার্লোস ব্রেথওয়েট: চলতি আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের টি২০ দলের অধিনায়ক কার্লোস ব্রেথওয়েটকে ৫ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা। অলরাউন্ডার কার্লোসকে কাজে লাগিয়ে বড় রানের ভিত যেমন গড়তে চায় তারা, তেমনই বিপক্ষকে চাপে রাখতে ব্রেথওয়েটের বোলিং ক্ষমতাকেও কাজে লাগাবে কলকাতা।
১৫১৫
প্রসিদ্ধ কৃষ্ণ: ডেথ ওভার বোলিংয়ে গত বার চমকে দিয়েছিলেন এই তরুণ। তাঁর গতিতে বিভ্রান্ত হয়েছেন তাবড় ব্যাটসম্যানও।