টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে চোট পেয়েছিলেন কেন রিচার্ডসন। ছবি: এপি।
চোটের জন্য ভারত সফর থেকেই ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার কেন রিচার্ডসন। পরিবর্ত হিসেবে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে এলেন পেসার অ্যান্ডু টাই।
টি-টোয়েন্টি সিরিজের আগে বাঁ দিকের পেশিতে প্রথম চোট অনুভব করেন কেন রিচার্ডসন। মনে করা হচ্ছে যে হায়দরাবাদে নেটে ব্যাটিংয়ের সময় চোট পান তিনি। বিশাখাপত্তনমে রবিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দলে জায়গা হয়নি তাঁর। অস্ট্রেলিয়ার ফিজিয়ো ডেভিড বিকলে বলেছেন, “দুর্ভাগ্যের হল ও খেলার মতো সুস্থ হয়ে ওঠেনি। ফলে এই সফরে কোনও অংশ নিতে পারবে না। রিহ্যাবের জন্য ওকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।” এর ফলে বেঙ্গালুরুতে বুধবারের টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার স্কোয়াডে রিজার্ভ বোলার বলতে একা নেথান লায়নই পড়ে থাকলেন।
অস্ট্রেলিয়ার হয়ে ১৮ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টিতে যথাক্রমে ২৭ ও ৯ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী রিচার্ডসন। তাঁর পরিবর্তে যিনি ওয়ানডে সিরিজের দলে এলেন, ৩২ বছর বয়সী সেই অ্যান্ড্রু টাই খেলেছেন সাত ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি। যাতে যথাক্রমে ১২ ও ৩৭ উইকেট নিয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে টাই অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন: শুটিং বিশ্বকাপে মিক্সড ইভেন্টে সোনা জিতলেন দুই টিনএজার
আরও পড়ুন: বিশ্বকাপে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিসিআইকে আশ্বস্ত করল আইসিসি
Australia's Kane Richardson has been ruled out of the remainder of their tour to India. Andrew Tye has been called up as his replacement.https://t.co/QpfeM7JRdL
— ICC (@ICC) February 27, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy