Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Sadia Tariq

Sadia Tariq: যুদ্ধের মাঝেই মস্কোয় সোনা জয়, কে এই ১৫ বছরের কাশ্মীরি সাদিয়া তারিক

সাদিয়া আদতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই উশুতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের নাম কামিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩০
Share: Save:
০১ ১২
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কোয় আয়োজিত মস্কো উশু স্টার প্রতিযোগিতায় সোনার পদক জিতেছে ভারতের মেয়ে সাদিয়া তারিক। উশুর জুনিয়র স্তরের প্রতিযোগিতায় সাফল্য সাদিয়াকে তুলে এনেছে বিশ্ব মানচিত্রে। কিন্তু কে এই সাদিয়া তারিক? কী তার পরিচয়?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই মস্কোয় আয়োজিত মস্কো উশু স্টার প্রতিযোগিতায় সোনার পদক জিতেছে ভারতের মেয়ে সাদিয়া তারিক। উশুর জুনিয়র স্তরের প্রতিযোগিতায় সাফল্য সাদিয়াকে তুলে এনেছে বিশ্ব মানচিত্রে। কিন্তু কে এই সাদিয়া তারিক? কী তার পরিচয়?

০২ ১২
সাদিয়া আদতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই সে উশুতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের নাম কামিয়েছে।

সাদিয়া আদতে জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই সে উশুতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নিজের নাম কামিয়েছে।

০৩ ১২
জন্মের পর থেকে শ্রীনগরেই থাকে সাদিয়া। রাজবাগ শ্রীনগরের প্রেজেন্টেশন কনভেন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বরাবরের মেধাবী সাদিয়া স্কুলে সবার খুব প্রিয়।

জন্মের পর থেকে শ্রীনগরেই থাকে সাদিয়া। রাজবাগ শ্রীনগরের প্রেজেন্টেশন কনভেন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বরাবরের মেধাবী সাদিয়া স্কুলে সবার খুব প্রিয়।

০৪ ১২
সাদিয়ার বাবা তারিক লোন পেশায় এক জন চিত্র সাংবাদিক। ছোট থেকে উশুর প্রতি মেয়ের ঝোঁক দেখে তিনি মেয়েকে সে দিকে যেতে উৎসাহ দিয়েছেন। সাদিয়ার সাফল্যে তাই খুশির অন্ত নেই তাঁর।

সাদিয়ার বাবা তারিক লোন পেশায় এক জন চিত্র সাংবাদিক। ছোট থেকে উশুর প্রতি মেয়ের ঝোঁক দেখে তিনি মেয়েকে সে দিকে যেতে উৎসাহ দিয়েছেন। সাদিয়ার সাফল্যে তাই খুশির অন্ত নেই তাঁর।

০৫ ১২
ইতিমধ্যেই জাতীয় জুনিয়র উশু প্রতিযোগিতায় সাদিয়া দু’বার সোনার পদক জয় করেছে। তার মধ্যে সাম্প্রতিকতম, জলন্ধরের লাভলি প্রফেশনার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় উশু প্রতিযোগিতায় সোনা জয়।

ইতিমধ্যেই জাতীয় জুনিয়র উশু প্রতিযোগিতায় সাদিয়া দু’বার সোনার পদক জয় করেছে। তার মধ্যে সাম্প্রতিকতম, জলন্ধরের লাভলি প্রফেশনার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জাতীয় উশু প্রতিযোগিতায় সোনা জয়।

০৬ ১২
ব্যক্তিগত ভাবে সাদিয়া সোনা পেলেও তার রাজ্য কিন্তু সোনা জিততে পারেনি। পদক তালিকায় তৃতীয় স্থানে শেষ করে জম্মু-কাশ্মীর।

ব্যক্তিগত ভাবে সাদিয়া সোনা পেলেও তার রাজ্য কিন্তু সোনা জিততে পারেনি। পদক তালিকায় তৃতীয় স্থানে শেষ করে জম্মু-কাশ্মীর।

০৭ ১২
মস্কোতে প্রতিযোগিতায় যাওয়ার আগে জুনিয়র জাতীয় উশু প্রতিযোগিতায় সোনা জেতে সাদিয়া। তার পরেই উশু অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার টেকনিক্যাল কমিটি তাকে মস্কোতে পাঠায়।

মস্কোতে প্রতিযোগিতায় যাওয়ার আগে জুনিয়র জাতীয় উশু প্রতিযোগিতায় সোনা জেতে সাদিয়া। তার পরেই উশু অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার টেকনিক্যাল কমিটি তাকে মস্কোতে পাঠায়।

০৮ ১২
সাদিয়া ফাইনাল ম্যাচে রাশিয়ার প্রতিযোগীকেই হারায়। ম্যাচের অন্তিম বাউটে জেতে। এই প্রতিযোগিতায় সোনা জিততে মোট তিনটে লড়াই জিততে হয়েছে সাদিয়াকে।

সাদিয়া ফাইনাল ম্যাচে রাশিয়ার প্রতিযোগীকেই হারায়। ম্যাচের অন্তিম বাউটে জেতে। এই প্রতিযোগিতায় সোনা জিততে মোট তিনটে লড়াই জিততে হয়েছে সাদিয়াকে।

০৯ ১২
সাদিয়ার আগামী লক্ষ্য যুব এশিয়াড। আগামী বছর ডিসেম্বর মাসে চিনে আয়োজিত যুব এশিয়াডের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সে।

সাদিয়ার আগামী লক্ষ্য যুব এশিয়াড। আগামী বছর ডিসেম্বর মাসে চিনে আয়োজিত যুব এশিয়াডের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সে।

১০ ১২
সাদিয়ার এই সাফল্যে গোটা জম্মু-কাশ্মীর জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। বাবা সাদিক জানিয়েছেন, এটা শুধুমাত্র সাদিয়ার পদক নয়। এর পিছনে তাঁর ও গোটা পরিবারের অক্লান্ত পরিশ্রম রয়েছে।

সাদিয়ার এই সাফল্যে গোটা জম্মু-কাশ্মীর জুড়ে খুশির হাওয়া বইতে শুরু করেছে। বাবা সাদিক জানিয়েছেন, এটা শুধুমাত্র সাদিয়ার পদক নয়। এর পিছনে তাঁর ও গোটা পরিবারের অক্লান্ত পরিশ্রম রয়েছে।

১১ ১২
টুইট করে সাদিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘মস্কো উশু স্টারস প্রতিযোগিতায় সোনা জেতার জন্য সাদিয়া তারিককে অভিনন্দন জানাই। তার এই সাফল্য দেশের উদীয়মান ক্রীড়াবিদদের আরও বেশি অনুপ্রাণিত করবে। সাদিয়াকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’

টুইট করে সাদিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘মস্কো উশু স্টারস প্রতিযোগিতায় সোনা জেতার জন্য সাদিয়া তারিককে অভিনন্দন জানাই। তার এই সাফল্য দেশের উদীয়মান ক্রীড়াবিদদের আরও বেশি অনুপ্রাণিত করবে। সাদিয়াকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।’

১২ ১২
টুইট করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। তিনি বলেন, ‘মস্কো উশু স্টারস প্রতিযোগিতায় সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করার জন্য সাদিয়াকে অভিনন্দন। কাশ্মীরের সাদিয়া দু’বারের জাতীয় স্তরের জুনিয়র উশু চ্যাম্পিয়ন।’

টুইট করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। তিনি বলেন, ‘মস্কো উশু স্টারস প্রতিযোগিতায় সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করার জন্য সাদিয়াকে অভিনন্দন। কাশ্মীরের সাদিয়া দু’বারের জাতীয় স্তরের জুনিয়র উশু চ্যাম্পিয়ন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy