Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Ronak Dahiya

ছোটদের কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ভারতের রোনকের, পদকের দৌড়ে আরও এক ভারতীয়

প্যারিস অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জ জিতেছিলেন আমন শেরাওয়াত। সেই কুস্তিতেই বিশ্বমঞ্চে আবার উজ্জ্বল ভারত। অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল ভারতের রোনক দাহিয়া।

sports

রোনক দাহিয়া। ছবি: এক্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৪ ১০:৩৪
Share: Save:

ছোটদের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদক ভারতের। অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল ভারতের রোনক দাহিয়া। পদকের দৌড়ে রয়েছে সাইনাথ পারধিও। জর্ডানের আম্মানে হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে ১১০ কেজি গ্রিকো-রোমান বিভাগে ব্রোঞ্জ জিতেছে রোনক। ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের দু’নম্বর তুরস্কের এমরুল্লাহ চাপকানকে ৬-১ পয়েন্টে হারিয়েছে রোনক।

তার আগে রোনক সেমিফাইনালে হেরেছিল হাঙ্গেরির জোলটান চাকোর কাছে। জোলটান ফাইনালে ওঠায় রেপেশাজে ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল রোনকের কাছে। সেটা কাজে লাগিয়েছে সে।

ভারতের আর এক কুস্তিগির সাইনাথ প্রথমে খেলবে আমেরিকার ডোমিনিক মাইকেল মুনারেত্তোর বিরুদ্ধে। সেই লড়াই জিতলে ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে নামবে। সেই ম্যাচে তার প্রতিপক্ষ হতে পারে আর্মেনিয়ার সার্জিস হারুতিউনান অথবা জর্জিয়ার ইউরি শাপিজে।

রোনক এই মুহূর্তে নিজের বিভাগে বিশ্বের ছ’নম্বর কুস্তিগির। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতল সে। গত বছর রুপো পেয়েছিল। প্রথম রাউন্ডে আর্তুর মানভেলিয়ানকে ৮-১ পয়েন্টে হারায় রোনক। এর পর কোয়ার্টার ফাইনালে ড্যানিল মাসলাকুকে ১০-১ পয়েন্টে হারায়। অলিম্পিক্সে পদকজয়ী আমনের মতোই দিল্লির ছত্রশল স্টেডিয়ামে কুস্তি শেখে রোনক। অতীতে সেখান থেকে বেরিয়েছেন রবি দাহিয়া, বজরং পুনিয়া, যোগেশ্বর দত্ত, সুশীল কুমারের মতো কুস্তিগির।

অন্য বিষয়গুলি:

Wrestling World Chmapionship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE