আশগাবাত বিমানবন্দরে ভারতীয় ফুটবলারদের সময় কেটেছে তাস খেলে। ছবি: এআইএফএফ
আইএসএলের বদান্যতায় কোনও প্রস্তুতি শিবির না করেই তুর্কমেনিস্তানে গিয়ে হারের পর এ বার ভারতীয় দলকে তাড়া করছে বিমানবিভ্রাট!
যার জেরে রবিবার নির্ধারিত সময়ের ছাব্বিশ ঘণ্টা পরে মাস্কাটে এসে পৌঁছল স্টিভন কনস্ট্যান্টাইনের দল। মঙ্গলবার ওমানের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ সুনীল ছেত্রীদের। টিম সূত্রে খবর, শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত থেকে বিকেল সাড়ে পাঁচটায় উড়ান ছিল ভারতীয়দের। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই দুবাইয়ের উদ্দেশে সেই উড়ান তুর্কমেনিস্তানের রাজধানী ছাড়ে শনিবার রাত সাড়ে ন’টায়।
ফলে ক্লান্তি এবং বিমানবিভ্রাটের জেরে অস্বস্তিতে ভারতীয় শিবির। কোচ স্টিভন কনস্ট্যান্টাইন বলছেন, ‘‘ওমানের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপ ম্যাচের আগে প্র্যাকটিসের সময় কমে গেল। ঠিক ছিল ওমানের বিরুদ্ধে নামার আগে চারটি প্র্যাকটিস সেশন পাব। কিন্তু সেখানে প্র্যাকটিস হবে মাত্র দু’টো সেশন!’’
একই কথা টিমের গোলকিপার সুব্রত পালের গলায়। ‘‘অনুশীলন করার সময় কমে যাওয়ায় ক্ষতি আমাদের।’’ ডিফেন্ডার অর্ণব মণ্ডল বলছেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগের জেরে এই ঘটনায় কারও কিছু করার নেই। এখন পরিস্থিতি বুঝে আমাদের পরবর্তী পরিকল্পনা করতে হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy