দীনেশ কার্তিকের অতিমানবিক ব্যাটিং-এ বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিয়েছে ভারত। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেট হারিয়ে জিতে নিয়েছে নিদাহাস ট্রফি। দীনেশের মারকাটারি ব্যাটিংয়ের প্রশংসা ইতিমধ্যেই করেছেন সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান, বিরাট কোহালি, রবিচন্দ্রন অশ্বিনের মতো ক্রিকেটারেরা।
তবে, এই রুদ্ধশ্বাস জয়ে ভারতের প্রশংসা করলেও নিজের টুইটে দীনেশ কার্তিকের কথা উল্লেখ করেননি ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য মুরলী বিজয়। আর এতেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের রোষের মুখে বিজয়।
ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে করা টুইটে মুরলী লেখেন, “মনে রাখার মতো জয়। এই ধরনের ক্রিকেটই আমরা খেলি।”
আরও পড়ুন: এর থেকে ভাল স্মৃতি আর কিছু হতে পারে না: সৌরভ
আরও পড়ুন: মিসবার প্রতি আফ্রিদির সম্মান, কুর্নিশ ক্রিকেট সার্কিটের
Remarkable win boys @bcci 🌟 pretty much typifies the brand of cricket we play 🤙🏽 #INDVBAN #Champions #TeamIndia #supremacy #NidahasTrophy #NidahasTrophyFinal pic.twitter.com/ewUKclUX29
— Murali Vijay (@mvj888) March 18, 2018
বিজয়ের এই টুইটে দীনেশের নাম না থাকায় একের পর এক টুইটে তাঁকে বিরক্ত করেন সমর্থকরা।
এক ভারতীয় সমর্থক লেখেন, “প্রিয় এমভিজে আমরা আশা করেছিলাম তুমি দীনেশ কার্তিকের সম্পর্কেও কিছু শব্দ লিখবে। শুধু বিসিসিআই-এর কথা উল্লেখ করলে?”
Dear MVJ..we expect you mention or write few words for Dinesh K too. Only mentioned BCCI?
— Ajay Vyas (@AjayV_) March 18, 2018
আর এক সমর্থক তো স্পষ্ট জানিয়েই দেন দীনেশের কথা উল্লেখ না করায় বিজয়ের এই শুভেচ্ছাবার্তা সম্পূর্ণ নয়। তিনি লেখেন, “দীনেশের কথা উল্লেখ না করায় তোমার এই টুইট অসম্পূর্ণ। দয়া করে ব্যক্তিগত বিষয়গুলো সরিয়ে রাখো কারণ এগুলো তোমার বোকামোর পরিচয় দেয়।”
This tweet is incomplete without mentioning @DineshKarthik so pls keep personal issues aside coz this describes your idiotic character
— Keshav Choudhary (@KeshavC16791096) March 18, 2018
আর এত সমর্থক মজার ছলে মুরলীকে টিপ্পনি কেটে লেখেন, “দীনেশ কার্তিকের ব্যাটিং দেখেননি মুরলী বিজয়।”
murali vijay did not watch karthik betting 😚😉😁😂
— Shubham Thakran🏹 (@Shubham_thakran) March 18, 2018
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy