পদক নিয়ে ভারতীয় দল। ছবি টুইটার।
কলোনে বক্সিং বিশ্বকাপে মোট ৯টি পদক জিতে শেষ করল ভারত। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ২টি রূপো, ৪টি ব্রোঞ্জ। ভারত দ্বিতীয় স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছে।
নিজেদের বিভাগে ভারতের সিমরনজিৎ কউর ও মনীষা মউন সোনা জেতেন। মহিলাদের ৬০ কেজি বিভাগে সিমরনজিৎ জার্মানির মায়া ক্লেইনহানসকে ৪-১ ফলে হারান। ৫৭ কেজি বিভাগে মনীষাকে বেশ লড়াই করে জিততে হয়। তিনি ৩-২ ফলে হারান ভারতেরই সাক্ষী চৌধুরিকে।
শনিবার ভারতের পুরুষদের মধ্যে একমাত্র সোনাটি জেতেন অমিত ফাঙ্গাল। ৫২ কেজি বিভাগের ফাইনালে তিনি ওয়াকওভার পান। ৯১ কেজি বিভাগে ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। সতীশ কুমার চোটের জন্য নাম তুলে নেওয়ায় তাঁকে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়।
আরও পড়ুন: শেষ মুহুর্তে সমতা ফেরাল কেরল ব্লাস্টার্স, জয় হাতছাড়া ইস্টবেঙ্গলের
আরও পড়ুন: এআইএফএফ-এর নির্বাচন হচ্ছে না, অসন্তুষ্ট ফিফা
এছাড়া সোনিয়া লাথার (৫৭ কোজি), পূজা রানি (৭৫ কেজি), গৌরব সোলাঙ্কি (৫৭ কেজি) এবং মহম্মদ হুসামুদিন (৫৭ কেজি) ব্রোঞ্জ জেতেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy