ছবি টুইটার।
বিশ্ব মঞ্চে ফের অ্যাথলেটিক্সে পদক জিতল ভারত। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে ৪x৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ পদক জিতল তাঁরা।
কেনিয়ার নাইরোবিতে ভারতীয় দল দৌড় শেষ করে ৩ মিনিট ২০.৫৭ সেকেন্ডে। অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে এ বার প্রথম পদক পেল ভারত। মিক্সড রিলে দলে ছিলেন ভরত শ্রীধর, প্রিয়া মোহন, সামি ও কপিল।
তিন বছর আগে সকলকে চমকে দিয়ে এই প্রতিযোগিতাতেই ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ভারতের হিমা দাস। শুধু হিমাই নন, নীরজ চোপড়াও জ্যাভলিনে সোনা জিতেছিলেন এই মঞ্চে।
অলিম্পিক্সে মিক্সড রিলেতে হিটে অষ্টম স্থানে শেষ করেছিল ভারতীয় দল। টোকিয়োতে এবার ভাল ফল করতে না পারলেও ভবিষ্যৎ প্রজন্মের উপর ভরসা রাখতেই পারে ভারত।
Fabulous run by our 4*400m mixed relay team, #India wins a medal on the first day of the #U20WorldChampionships in #Nairobi
— Divesh Bhal (@diveshbhal) August 18, 2021
@nitinarya99 from Kasarani Stadium Nairobi pic.twitter.com/ILF4x22oDi
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy