Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India Women Hockey Team

Hockey: লড়াই করেও শুটআউটে হার ভারতের

সেখানে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক সবিতা। যাঁর ২২৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারত শুক্রবার প্রথম ম্যাচে ২-১ জিতেছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ০৮:২০
Share: Save:

বিশ্ব হকি সংস্থার প্রো লিগের ম্যাচে দ্বিতীয় সারির নেদারল্যান্ডস দলের কাছে হার ভারতের মেয়েদের। নির্ধারিত সময়ে ১-১ শেষ হওয়ার পরে শুটআউটে ভারতের মেয়েরা ১-৩ হারেন।

এটি ভারতের মেয়েদের দ্বিতীয় ম্যাচ ছিল। রাজিন্দর কৌর ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এগিয়ে দিয়েছিলেন ভারতকে। তবে ৫৩ মিনিটে নেদারল্যান্ডস সমতা ফেরায় অধিনায়ক জানসেন ইব্বির গোলে। ফলে ম্যাচ শুটআউটে গড়ায়। যেখানে নবনীত গোল করলেও ব্যর্থ হন রাজিন্দর, নেহা ও জ্যোতি। নেদারল্যান্ডস অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হলেও এই দলে টোকিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী কোনও সদস্য ছিলেন না। দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় জানসেন। যাঁর শনিবারের আগে ২৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল। এ ছাড়া এই দলে আর বাকি চার জনই আছেন যাঁদের দশের বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

সেখানে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক সবিতা। যাঁর ২২৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারত শুক্রবার প্রথম ম্যাচে ২-১ জিতেছিল। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ভারতের মেয়েরা। এই ম্যাচের পরে আট ম্যাচে নেদারল্যান্ডসের পয়েন্ট ১৯। ভারতের আট ম্যাচে পয়েন্ট ১৬।

শেষ চারে পরীক্ষা: রবিবার জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে ওঠার লক্ষ্যে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস।

অন্য বিষয়গুলি:

India Women Hockey Team Hockey India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE