ছবি: সংগৃহীত।
ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ। বৃহস্পতিবারই এই ঘোষণা করেছে ফিফা। ২০২২-এর ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই বিশ্বকাপ। ফাইনাল ৩০ অক্টোবর।
২০২০ সালে ভারতে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা বাতিল হয়। ২০২১ সালেও অনুষ্ঠিত হয়নি। এখনও কোভিডের আতঙ্কে কাঁপছে ভারত।
এর পাশাপাশি ২০২৩ সালে মহিলা বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ২০২২ সালেই অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোস্টারিকাতে। এর আগে ২০১৭ সালে ভারতে ছেলেদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেই বিশ্বকাপে বিজয়ী হয়েছিল ইংল্যান্ড। ভারতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সাফল্যের কথা মাথায় রেখেই ভারতকে দায়িত্ব দেওয়া হয় মহিলাদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy