দুই ওপেনার রাহুল এবং ধবন। ছবি: সংগৃহীত।
শেষ হল প্রথম দিনের খেলা
ত়তীয় টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারত। দিনের শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৩২৯। এ দিন ভারতের হয়ে শতরান করেন শিখর ধবন(১১৯)। বড় রান পান আরেক ওপেনার লোকেশ রাহুলও(৮৫)। দিনের শেষে ভারতের হয়ে অপরাজিত আছেন ঋদ্ধিমান সাহা এবং হার্দিক পাণ্ড্য।
•৩১ রান করে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন।
আউট...
•ভারত ২৯৭/৫।
•৪২ রান করে আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি।
আউট...
•ভারত ২৭৫/৪।
•পুস্পকুমারের বলে আইট হয়ে মাঠ ছাড়লেন অজিঙ্ক রাহানে(১৭)।
আউট...
•৬২ ওভারে ভারত ২৫৫/৩।
•৫৮ ওভারে ভারত ২৪৭/৩।
•৮ রান করে আউট হলেন চেতেশ্বর পূজারা।
আউট...
•ভারত ২২৮/২।
• ১১৯ রানে আউট হলেন শিখর ধবন।
আউট...
• ৪৬ ওভারের শেষে ভারতের রান ১ উইকেটে ২০০। ধবন ১০৮ রানে অপরাজিত। সঙ্গে আছেন পূজারা
• শতরান করলেন শিখর ধবন
• ব্যক্তিগত ৮৫ রান করে আউট লোকেশ রাহুল
•ভারত ১৩৯/০
•লাঞ্চের শেষে শুরু হল দ্বিতীয় সেশনের খেলা
লাঞ্চ ব্রেক
•২৭ ওভারে ভারত ১৩৪/০
•১৮ ওভারে ভারত ১০০/০
•প্রথম উইকেটে ১০০ রানের পার্টনারশিপ গড়লেন রাহুল এবং ধবন
•অর্ধ শতরান করলেন শিখর ধবন
•১৩ ওভারে ভারত ৬৯/০
•পঞ্চাশ রান্ডে গণ্ডি টপকাল ভারল
•ভারতের হয়ে শুরুটা ভালই করলেন দুই ওপেনার শিখর ধবন এবং লোকেশ রাহুল
খেলা শুরু
শুরু হল ভারত-শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় টেস্টের খেলা। প্রথম এবং দ্বিতীয়ে টেস্টের মত তৃতীয় টেস্টেও টসে জেতে ভারত। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
ভারতের হয়ে ওপেনিং-এ নামলেন শিখর ধবন, লোকোশ রাহুল।
ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় টেস্ট প্রথম দিন
ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের খেলা শুরু হল পাল্লেকেলেতে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই টেস্ট সিরিজ পকেটে পুরে নিয়েছে বিরাট কোহালি অ্যান্ড কোং। তৃতীয় টেস্টে লঙ্কা বাহিনীকে‘হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামছে ভারত। অন্য দিকে শ্রীলঙ্কার লক্ষ্য শেষ জিতে অথবা ড্র করে হারান সম্মান কিছুটা ফিরে পাওয়া।
এখন দেখার তৃতীয় টেস্টে শেষে জয়ের হাসি ফোটে কোন অধিনায়কের মুখে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy