যুজবেন্দ্র চহাল। ফাইল ছবি
রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে একটি উইকেট পেয়েছিলেন যুজবেন্দ্র চহাল। কিন্তু মাঝের ওভারগুলিতে তিনি বিপক্ষ ব্যাটসম্যানদের যে ভাবে চাপে রেখেছিলেন, তার প্রশংসা করেছেন প্রত্যেকেই।
নিজের চার ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন চহাল, টি২০-র বিচার যা রীতিমতো প্রশংসনীয়। কী ভাবে এই কাজ করলেন? ম্যাচের পর নিজের বোলিংয়ের রহস্য ফাঁস করেছেন চহাল।
বলেছেন, “যে প্রান্ত থেকে বোলিং করছিলাম সেখানে লেগ-সাইডের বাউন্ডারি ছোট ছিল। তাই ডানহাতি ব্যাটসম্যানদের গুগলি দিতে চাইনি। কারণ তাতে ওরা বাউন্ডারি মেরে দিত। সব সময় মনের মধ্যে রেখেছিলাম যে আমাকে ডট বল করতে হবে। ওদের উপর চাপ বাড়াতে হবে। উইকেট না পেলেও আমার সতীর্থ বোলার যেন অনেক খোলা মনে বোলিং করতে পারে।”
What happens when #TeamIndia's swing kings @BhuviOfficial & @deepak_chahar9 are Chahal TV's special guests? 🤔@yuzi_chahal tickles their funny bone & it's laughter galore in Colombo 😎😎 - by @28anand & @ameyatilak
— BCCI (@BCCI) July 26, 2021
Watch the full video 🎥 👇 #SLvIND https://t.co/6UMBozEOT0 pic.twitter.com/YOWEF7fOl9
দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে দারুণ ছন্দে রয়েছেন চহাল। স্বীকার করলেন লকডাউনে তাঁর পরিশ্রমের কথা।
বলেছেন, “যখন খেলার সুযোগ পাচ্ছিলাম না তখন বোলিং কোচের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। কোথায় বোলিং করা উচিত, কোন জায়গায় জোর দেওয়া উচিত সেটা নিয়ে লকডাউনে অনেক খেটেছি। সামনে একটা উইকেট রেখে অনুশীলন করতাম। বন্ধুদের মাঝে সাঝে ডেকে নিতাম। ওদের সঙ্গে অনুশীলন করতাম। এতেই অনেক আত্মবিশ্বাসী হয়ে গিয়েছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy