শামিকে ছুঁতে পারবেন চহাল?
যুজবেন্দ্র চহালের সামনে ১০০ উইকেটের হাতছানি। একদিনের ক্রিকেটে ৯৪টি উইকেট নিয়েছেন চহাল। ৫৫টি ম্যাচ খেলেছেন ভারতীয় স্পিনার। ৫৬টি ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। সেই রেকর্ড ছুঁতে চহালের প্রয়োজন ৬টি উইকেট।
একদিনের ক্রিকেটে ইনিংসে ছয় উইকেট নেওয়ার কীর্তি রয়েছে চহালের। টি২০ ক্রিকেটেও ৪ ওভার বল করে ছয় উইকেট নিয়েছেন তিনি। মঙ্গলবার সেই কাজ করতে পারলে শামিকে ছুঁয়ে ফেলবেন চহাল। তবে যদি না পারেন তা হলে সুযোগ থাকবে যশপ্রীত বুমরাকে ছোঁয়ার। ৫৭টি একদিনের ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন বুমরা। সেই মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকবে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে।
কুলদীপ যাদব ১০০ উইকেট নিয়েছিলেন ৫৮টি ম্যাচ খেলে। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই ‘কুল-চা’ জুটি ৪ উইকেট তুলে নিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও দু’জনকে এক সঙ্গে দেখা যাবে কি না সেই দিকে থাকবে নজর। দলে আরও স্পিনার রয়েছেন, তাঁদেরকেও সুযোগ দেওয়া হতে পারে।
Great win pic.twitter.com/Q7r95Hu83g
— Yuzvendra Chahal (@yuzi_chahal) July 18, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy