Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর ভারতীয় দল।

প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর ভারতীয় দল। ছবি - টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২১ ০০:১১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২৩:৩৯ key status

১৮.৩ ওভারে ১২৬ রানে অল আউট শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কাকে হেলায় ৩৮ রানে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল ভারত। ভুবনেশ্বর কুমার ২২ রানে ৪ উইকেট নিলেন। দীপক চাহার নিলেন ২৪ রানে ২ উইকেট। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২৩:২২ key status

হারের সামনে শ্রীলঙ্কা।

বরুণ চক্রবর্তী পেলেন প্রথম আন্তর্জাতিক উইকেট। শ্রীলঙ্কা ১২৪ রানে ৮। 

Advertisement
timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২৩:১২ key status

দুরন্ত ছন্দে দীপক চাহার।

১৬তম ওভারের পঞ্চম বলে আবার উইকেট নিলেন এই ডানহাতি জোরে বোলার। শ্রীলঙ্কা ১১৩ রানে ৬। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২৩:০৯ key status

বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা।

২৬ বলে ৪৪ রান করে দাপট দেখানো চারিথ আসালঙ্কাকে ফিরিয়ে দিলেন দীপক চাহার। ১১১ রানে ৫ উইকেট হারিয়ে আরও চাপে শ্রীলঙ্কা 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:৫৭ key status

আবার উইকেট। এ বার হার্দিক সাফল্য এনে দিলেন।

দ্রুত রান তুলতে গিয়ে হার্দিকের বলে আউট হলেন আশিন বান্দানা। ৯০ রানে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার চাপ বাড়ল। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:৫২ key status

১২ ওভারে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৮২।

হাতে বেশি রান নেই। মাঝের ওভারে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের উপর চাপ বাড়াচ্ছেন যুজবেন্দ্র চহাল ও বরুণ চক্রবর্তী। 

Advertisement
timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:৪০ key status

১০ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেটে ৬৪ রান তুললো।

চাপ বাড়াচ্ছে ভারতের বোলিং। এই অবস্থায় শ্রীলঙ্কাকে জিততে হলে ৬০ বলে আরও ১০১ রান করতে হবে। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:২৯ key status

চহালের পর এ বার ভুবনেশ্বর কুমার।

আভিস্কা ফার্নান্দোকে সাজঘরে ফিরিয়ে বিপক্ষের উপর চাপ বাড়ালেন ভুবি। শ্রীলঙ্কা ৫০ রানে ৩। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:২৭ key status

বাইশ গজে ফের যুজবেন্দ্র চহালের জাদু।

বল হাতে নিয়েই ধনঞ্জয় ডি সিল্ভাকে ফেরালেন চহাল। ৪৮ রানে ২ উইকেট হারাল শ্রীলঙ্কা। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:২০ key status

৬ ওভারে ১ উইকেটে ৪৬ রান শ্রীলঙ্কার

প্রথম ম্যাচ জেতার জন্য এখনও ৮৪ বলে ১১৯ রান করতে হবে।  

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:০৮ key status

মিনোদ ভানুকা আউট।

ক্রুনাল পাণ্ড্য বল হাতে নিতেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন। ২৫ রানে ১ উইকেট হারাল মিকি আর্থারের দল। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২২:০৩ key status

মিনোদ ভানুকার সহজ ক্যাচ ফেলে দিলেন হার্দিক।

দুই ওভারের শেষে শ্রীলঙ্কার রান ২০। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:৪৩ key status

প্রথম টি-টোয়েন্টি জেতার জন্য শ্রীলঙ্কার লক্ষ্য ১৬৫ রান।

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:৪২ key status

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান তুললো ভারত। দারুণ বোলিং করে ধবনের টিম ইন্ডিয়াকে আটকে রাখল শ্রীলঙ্কা।

সূর্য কুমার যাদব ৩৪ বলে ৫০ ও শিখর ধবন ৩৬ বলে ৪৬ রান করেন। ওয়ানিন্দু হাসরঙ্গ ২৮ রানে ২ ও দুষ্মন্ত চামিরা ২৪ রানে ২ উইকেট নিলেন। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:৩৬ key status

এ বার ফিরলেন হার্দিক পাণ্ড্য।

১৯ ওভারে ১৫৩ রানে ৫ উইকেট হারাল ভারত।  

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:৩০ key status

১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ তুললো ভারত।

ক্রিজে রয়েছেন ঈশান কিশন ও হার্দিক পাণ্ড্য। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:২১ key status

৩৪ বলে ৫০ রানে আউট হলেন সূর্য।

সূর্যের দাপট কমিয়ে শেষ হাসি হাসলেন ওয়ানিন্দু হাসরঙ্গ। ১২৭ রানে ৪ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:১৫ key status

৩৬ বলে ৪৬ রানে আউট হলেন গব্বর।

চামিকা করুণারত্নের বলে তুলে মারতে গিয়ে আউট হলেন ভারত অধিনায়ক। ১১৩ রানে ৩ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২১:০৩ key status

১২ ওভারে ২ উইকেটে ভারতের রান ১০১

ধবন ২৯ বলে ৪১ ও সূর্য কুমার ২২ বলে ৩০ রানে ক্রিজে আছেন। 

timer শেষ আপডেট: ২৫ জুলাই ২০২১ ২০:৫২ key status

১০ ওভারে ভারতের রান ২ উইকেটে ৭৮ রান।

ধবন ২৩ বলে ২৭ ও সূর্য কুমার ১৬ বলে ২২ রানে ক্রিজে আছেন। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy